গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া রিংটেইল লেমুর উদ্ধার, গ্রেপ্তার ১
Published: 19th, April 2025 GMT
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি রিংটেইল লেমুরের মধ্যে একটি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর শ্যামবাজার এলাকা থেকে খাঁচাবন্দি অবস্থায় প্রাণীটি উদ্ধার হয়। এ ঘটনায় দেলোয়ার হোসেন তওসীফ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর।
দীপংকর বর জানান, চুরি হওয়া তিনটি আফ্রিকান রিংটেইল লেমুরের মধ্যে একটি রাজধানীর শ্যামবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বাকি দুটি উদ্ধারে অভিযান চলছে।
আরো পড়ুন:
লক্ষ্মীপুরে ৫ সাবেক জনপ্রতিনিধি গ্রেপ্তার
কভার্ডভ্যান চুরির পর টুকরো টুকরো করেন তারা
গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোসেন তওসীফ শেরপুর সদর উপজেলার চরখারচর সাতানীপাড়া গ্রামের বাসিন্দা। তাকে জামালপুর থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টায় শ্যামবাজার মসজিদের পাশে একটি নির্জন জায়গা থেকে লেমুরটি উদ্ধার হয়।
গত ২৩ মার্চ গাজীপুর সাফারি পার্কের লামচিতা বেষ্টনী-১ এর নেট কেটে দুইটি পুরুষ ও একটি স্ত্রী রিংটেইল লেমুর চুরি হয়। প্রাণীগুলো আন্তর্জাতিকভাবে বিপন্ন তালিকাভুক্ত। গত ৭ এপ্রিল এ ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় মামলা হয়।
ঢাকা/রফিক/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নজর কাড়লেন ৫ খলনায়ক
ঈদে মুক্তি পেয়েছে ছয়টি বাংলা সিনেমা, ওটিটিতে এসেছে তিন ওয়েব ফিল্ম ও সিরিজ। নায়ক–নায়িকার পাশাপাশি এসব সিনেমা ও সিরিজে নজর কেড়েছে খলনায়কেরাও। তাঁদের মধ্যে আলোচিত পাঁচ খল অভিনেতাকে নিয়ে এ প্রতিবেদন।
শহীদুজ্জামান সেলিম
মঞ্চ ও ছোট পর্দার এই অভিনেতাকে কয়েক বছর ধরেই বড় পর্দায় খল চরিত্রে নিয়মিত দেখা যাচ্ছে। কিন্তু অনেক সময়ই তাঁর চরিত্রগুলো একই রকম হয়ে যায়। এবারের ঈদের তিনটি সিনেমা—‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’তে তাঁকে দেখা গেছে। বরবাদ ও ‘জংলি’তে তাঁকে আইনজীবীর ভূমিকায় দেখা গেছে।