সংস্কারের তিনটি ন্যূনতম শর্ত পূরণ হলে অন্তর্বর্তী সরকারের ঘোষিত রূপরেখার মধ্যে জামায়াতে ইসলামী নির্বাচনে যাওয়ার ব্যাপারে বিবেচনা করবে। কোনো সংস্কার ছাড়া নির্বাচন হলে ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের জন–আকাঙ্ক্ষার প্রতি বরখেলাপ করার শামিল হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ শনিবার বান্দরবান জেলা শহরে আয়োজিত এক কর্মী ও সুধী সমাবেশে এ কথা বলেছেন।

মিয়া গোলাম পরওয়ার তিনটি শর্ত ব্যাখ্যা করে বলেন, সংবিধান সংশোধন করে প্রথমত নির্বাচন কমিশন, বিচারব্যবস্থাসহ রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে। দ্বিতীয়ত, শেখ হাসিনাসহ ফ্যাসিস্ট সরকারের মানবতাবিরোধী অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের দৃশ্যমান অবস্থায় নিয়ে আসতে হবে। তৃতীয়ত, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন। আগামী ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ঘোষিত নির্বাচনের সময়ের মধ্যে এসব শর্ত ন্যূনতম হলেও পূরণ হলে জামায়াতে ইসলামী নির্বাচনে যাওয়ার ব্যাপারে বিবেচনা করবে।

আজ বেলা ৩টায় বান্দরবান জেলা শহরের রাজার মাঠে জেলা জামায়াতে ইসলামী কর্মী ও সুধী সমাবেশের আয়োজন করে। এতে আরও বক্তব্য দেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আহসান উল্লাহ, চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরী প্রমুখ। এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার আমিররা ছিলেন। সভাপতিত্ব করেন বান্দরবান জেলার আমির এস এম আব্দুচ ছালাম আজাদ। সমাবেশ থেকে বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে জেলা নায়েবে আমির ও জেলা পরিষদের সদস্য মুহাম্মদ আবুল কালামকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ন দরব ন ইসল ম

এছাড়াও পড়ুন:

জাতীয় ইস্যুতে বিএনপি ও জামায়াত ঐক্যবদ্ধ থাকবে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ও জামায়াত যেভাবে গত ১৬ বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করেছে, সেভাবেই সামনে যে কোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ১৫ বছর আমাদের নেতাদের হত্যা করে হাসিনা ও তাঁর সহযোগীরা দেশকে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছেন। তাদের বিচার হতে হবে। বিচার দৃশ্যমান করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতে হবে এবং জামায়াতে ইসলামী সেই নির্বাচনে অংশগ্রহণ করবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা স্থানান্তরের একটি ডেডলাইন ইতোমধ্যে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সময়ের মধ্যে সব সংস্কার করে, মানবতাবিরোধী অপরাধীদের বিচার করে নির্বাচন দেওয়ার কথা বলেন তিনি।

এ ছাড়া গতকাল কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও লাকসাম পৌরসভার কর্মী সম্মেলনে বক্তব্য দেন গোলাম পরওয়ার। এ সময় তিনি বলেন, দেশে ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর মতো নির্বাচন জনগণ হতে দেবে না। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ন্যূনতম সংস্কার ও গণহত্যার দায়ে সহযোগীসহ শেখ হাসিনার বিচার দ্রুত দৃশ্যমান করুন।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে জামায়াতের অবস্থানের ভুল ব্যাখ্যা হচ্ছে। কিন্তু আমিরে জামায়াত বৃহস্পতিবারও প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেছেন, ‘আপনি ২০২৬ সালের জুন অথবা চলতি বছরের ডিসেম্বরের যে সময়সীমা দিয়েছেন, তার মধ্যে নির্বাচন করুন। এ সময়ের মধ্যে সংস্কার ও মানবতাবিরোধীদের বিচার করুন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত রয়েছি।’

লাকসাম পৌর জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারির সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা আমির মুহাম্মদ শাহজাহান, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পিপি মুহাম্মদ বদিউল আলম সুজন প্রমুখ।
পরে গোলাম পরওয়ার আগামী সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ আসনে অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, কুমিল্লা-৯ আসনে ড. এ কে এম সৈয়দ সারোয়ার সিদ্দিকী, কুমিল্লা-১১ আসনে ডা. আবদুল্লাহ মো. তাহের, কুমিল্লা-১০ আসনে মাওলানা ইয়াসিন আরাফাতকে দলীয় প্রার্থী হিসেবে বিজয়ী করার জন্য নেতাকর্মীর প্রতি আহ্বান।

 

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় ইস্যুতে বিএনপি ও জামায়াত ঐক্যবদ্ধ থাকবে