শিঙাড়া খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
Published: 19th, April 2025 GMT
রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন।
নিহত ওই শিক্ষার্থীর নাম জাহেদুল ইসলাম পারভেজ। তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী শিঙাড়া খাচ্ছিলেন। এসময় একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থী শিঙাড়া খাওয়া দেখে হাসছিলেন। তখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা হাসার কারণ জানতে চাইলে সংঘর্ষ বাধে। এসময় সংঘর্ষের এক পর্যায়ে ছুরিকাঘাতে পারভেজ গুরুতর আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য ওই শিক্ষার্থীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিস্তারিত আসছে…
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে সিদ্ধিরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের পানি বিতরণ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি বিতরণ করেছে সিদ্ধিরগঞ্জে কদমতলী ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়ার নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এ পানি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মাষ্টার, যুবদল নেতা মাজহারুল ইসলাম মালি, মানিক মাহমুদ, শাহ আলম, দেলা, জসিম উদ্দিন, শাহ-আলম, ছাত্রদল নেতা নয়ন, সাওন, অভি, মোক্তার, আরিফ, সেলিম, নাহিদ, আসিফ, আসিক, শিখন ও স্বেচ্ছাসেবকদল নেতা শাহ-আলম প্রমূখ।
এসময় ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া বলেন, অতিরিক্ত গরম থেকে কিছুটা স্বস্তি দিতেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে আমরা যুবদলের নেতাকর্মীরা পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি বিতরন করছি।
তিনি আরো বলেন পরীক্ষার্থীরা নানবিধ কারণে মানসিক চাপে থাকে এর মাঝে যানজট তাদের চাপকে অনেকাংশে বাড়িয় দেয়, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে হলে পোছাতে পারে তার জন্য আমরা যুবদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছি।