সময়টা যে মোটেই ভালো যাচ্ছে না তাঁর, সেটা নতুন করে বলার কিছু নেই। চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া, সেদিন আবার আর্সেনালের বিপক্ষে হাঁটুতেও চোট পেয়েছেন। ২৬ এপ্রিল কোপা দেল রে’র ফাইনালে খেলা হবে কিনা সেটা নিশ্চিত নন। এরই মধ্যে আবার খারাপ একটা খবর শুনতে হয়েছে তাঁকে ফ্রান্স থেকে। 

ফ্রান্সের ঘরোয়া ফুটবলে তাঁর মালিকানাধীন ক্লাব এস এম কেইন দ্বিতীয় থেকে নেমে গেছে তৃতীয় বিভাগে! গেল বছর রিয়ালের আসার এক দিন পরেই ১৫ মিলিয়ন ইউরো লগ্নি করে ক্লাবটির ৮০ শতাংশ শেয়ার কিনেছিলেন এমবাপ্পে। 

আশা করেছিলেন, সেকেন্ড ডিভিশন থেকে যেন উতরাতে পারে। কিন্তু গতকাল মার্তিগুয়েজের বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় ক্লাবটি। এবং তাতেই নিশ্চিত হয়ে যায় ১৯৮৪ সালের পর প্রথমবারের মতো এতটা অবনমনের।
এতে চরম আর্থিক ধাক্কা খেল ক্লাবটি। 

লিগে টিকে থাকলে যে ১৫ মিলিয়ন ইউরো তারা ফুটবল সংস্থা থেকে পেত, সেটা এখন তৃতীয় বিভাগে নেমে তাদের আয় করে নিতে হবে। আমেরিকান লগ্নিকারী প্রতিষ্ঠান ওক ট্রি থেকে ক্লাবটি কিনেছিলেন এমবাপ্পে। বর্তমানে তাঁর পরিবারের সদস্যরাই কেইন ক্লাবটি পরিচালনা করেন। কেননা দলটির সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে এমবাপ্পের। 

প্যারিস থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এই শহরে বেড়ে উঠেছিলেন এমবাপ্পে। ২০১৩ সালে মোনাকে যাওয়ার আগে এ ক্লাবেই ট্রায়াল দেন। তিনি ভেবেছিলেন অর্থ বিনিয়োগ করে কেইনকে প্রথম বিভাগে নিয়ে যেতে পারবেন। কিন্তু ৩১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এমবাপ্পেকে হতাশ করেছে ক্লাবটি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল য় ন এমব প প ন এমব প প

এছাড়াও পড়ুন:

এবার এমবাপ্পের ক্লাবও নেমে গেল তৃতীয় বিভাগে

কিলিয়ান এমবাপ্পের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। রিয়াল মাদ্রিদে নিজেদের প্রথম মৌসুমটা মনমতো হয়নি তাঁর। এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাঁর দল রিয়াল মাদ্রিদের। অথচ এমবাপ্পের পিএসজি ছাড়ার সবচেয়ে বড় কারণ ছিল অধরা চ্যাম্পিয়নস লিগ জেতা।

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ই শুধু নয়, লা লিগা শিরোপাও এখন এমবাপ্পেদের হাত ফসকে যাওয়ার পথে। এমবাপ্পের দুঃসময় অবশ্য এটুকুতেই আটকে নেয়। নতুন খবর হচ্ছে, এমবাপ্পের দলও নাকি এবার অবনমিত হয়ে গেছে। নাহ, রিয়াল সমর্থকদের ভয় পাওয়ার কারণ নেই। এমবাপ্পে যে ক্লাবে খেলছেন, সে ক্লাব নয়, অবনমিত হয়েছে মূলত ফরাসি তারকার মালিকানাধীন ক্লাব কাঁ।

গত কয়েকটা দিন রীতিমতো আতঙ্কে কেটেছে এমবাপ্পের। লা লিগায় প্রতিপক্ষ খেলোয়াড়কে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। এরপর চ্যাম্পিয়নস লিগেও আর্সেনালের বিপক্ষে লিখতে পারেননি প্রত্যাবর্তনের গল্প। আর এসবের সঙ্গে এবার যুক্ত হলো নিজের মালিকানাধীন ক্লাবের অবনমন।

আরও পড়ুনরোনালদো থেকে এমবাপ্পে: ক্লাবের মালিক হয়েছেন যে ফুটবলাররা৩০ সেপ্টেম্বর ২০২৪

গত বছরের সেপ্টেম্বরে ১ কোটি ৫০ লাখ ইউরোতে ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব কাঁর ৮০ শতাংশ মালিকানা কিনে নেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে কম বয়সী ক্লাবমালিকের তালিকায়ও নাম লেখান বিশ্বকাপজয়ী এই তারকা।

ক্লাবটির সঙ্গে এমবাপ্পের অন্য রকম এক সম্পর্কও আছে। ২০১৩ সালে মোনাকোর একাডেমিতে যোগ দেওয়ার আগে কাঁতে নাম লেখানোর কথা ছিল তাঁর। এমবাপ্পের পরিবারের চাওয়াও ছিল তেমন।

তবে ক্লাবটি লিগ আঁ থেকে নিচের স্তরে নেমে যাওয়ায় সেখানে আর খেলা হয়নি তাঁর। শেষ পর্যন্ত এমবাপ্পে নাম লেখান মোনাকোতে। সেই আক্ষেপ ভুলতেই হয়তো ক্লাবটির মালিকানা কিনে নেন এমবাপ্পে।

আরও পড়ুন২৫ বছর বয়সেই ক্লাবের মালিক হচ্ছেন এমবাপ্পে৩০ জুলাই ২০২৪

ক্লাবমালিক এমবাপ্পের শুরুটা অবশ্য খুব ভালো হলো না। গতকাল রাতে মার্তিগুয়েসের বিপক্ষে ৩-০ গোলের হারে বিব্রতকর এক অভিজ্ঞতার মুখোমুখি হলো দলটি। ৩১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে নিশ্চিত হলো তলানিতে থাকা দলটির অবনমন। এর ফলে ৪০ বছরের মধ্যে এই প্রথম তৃতীয় বিভাগে নেমে গেল কাঁ।

সম্পর্কিত নিবন্ধ

  • এবার এমবাপ্পের ক্লাবও নেমে গেল তৃতীয় বিভাগে