নারায়ণগঞ্জ সদর থানা ও সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদল কমিটি বিলুপ্ত
Published: 19th, April 2025 GMT
জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণগঞ্জ সদর কমিটির আহবায়ক ও সদস্য সচিব একই ওয়ার্ডে হওয়ায় ও সিদ্ধিরগঞ্জ থানা কমিটি জেলা আওতাধীন করায় দুইটি থানা কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সাথে সিদ্ধিরগঞ্জ থানার ১-১০ ওয়ার্ডের কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
নারায়নগঞ্জ মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন খাঁন এর সুপারিশক্রমে নারায়নগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি-এনামুল হক খন্দকার স্বপন ও সাধারন সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল এর সর্বসম্মতিক্রমে কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানা গেছে।
সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষরে পৃর্থক দুইটি বিজ্ঞপ্তিতে জানা যায়, নিয়ম বহির্ভূতভাবে একই ওয়ার্ড থেকে সদর থানা কৃষক দলের আহবায়ক ও সদস্য সচিব মনোনীত করায় দলীয় আইন ও শৃংখলা বিনষ্টকারী বিভিন্ন কাজের মাধ্যমে নারায়নগঞ্জ মহানগর কৃষক দলের ইমেজ ও ঐক্যের ক্ষতি সাধন করা এবং কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অনুপস্থিত থাকার কারনে।
দলীয় ঐক্য ও শৃংখলা রক্ষা এবং দলীয় আইন অনুযায়ী সদর থানা কৃষক দল-কে আরো সুসংগঠিত ও শক্তিশালী করে পুনর্গঠন করার লক্ষ্যে বর্তমান আহবায়ক কমিটি (আহবায়ক- রানা মজিব -১৩ নং ওয়ার্ড, সদস্য সচিব রানা মুন্সি-১৩ নং ওয়ার্ড) বিলুপ্ত ঘোষনা করা হলো।
পরবর্তীতে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের পরবর্তী সাংগঠনিক সভায় সকল নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে নারায়ণগঞ্জ সদর থানা কৃষকদলের নতুন কমিটি ঘোষনা করা হবে।
অন্যদিকে নারায়নগঞ্জ মহানগর কৃষক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খাঁন বাবুল সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দল-কে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আওতা মুক্ত করে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের ইউনিট হিসেবে আওতাধীন করেন।
যেহেতু ইতিপূর্বে সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দল কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে, তাই গঠনতন্ত্র অনুযায়ী বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দল কর্তৃক অনুমোদিত সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত ১ নং ওয়ার্ড থেকে ১০ নং ওয়ার্ড কৃষক দলের কমিটি গুলো বিলুপ্ত ঘোষনা করা হইলো।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ সদর ব এনপ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ থ ন ন র য়ণগঞ জ সদর থ ন গঠন ক
এছাড়াও পড়ুন:
শ্রমিক নেতা আব্দুল মোমিন ও আব্দুল মান্নান কে ফুলেল শুভেচ্ছা
নারায়ণগঞ্জ শ্রম আদালতের সম্মানিত সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এবং নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি আব্দুল মান্নান কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর অফিসে অনুষ্ঠিত ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব নুরুল আমিন।
বাংলাদেশ শ্রম মন্ত্রণালয়ের অধীনে শ্রম আইন ২০০৬ এর ধারা ২১৪(৭) এর প্রদত্ত ক্ষমতাবলে সম্মানিত শ্রমিক প্রতিনিধি হিসেবে নারায়ণগঞ্জ শ্রম আদালতের সদস্য হওয়ায় উভয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা অঞ্চল দক্ষিণ এর পরিচালক জনাব নুরুল আমিন, সহকারী অঞ্চল পরিচালক জনাব এস এম শাজাহান, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা, ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি সাধারণ সম্পাদক সহ অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মনে করেন এর মাধ্যমে মালিক- শ্রমিক মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে এই অঞ্চলে অগ্রনী ভূমিকা পালনে সহায়ক হবে।