ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মুঠোফোন চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে (১৭) তার পরিবারের সদস্যদের সামনে দুই গাছের সঙ্গে উপর্যুপরি পিটিয়েছেন বিএনপির স্থানীয় এক নেতা। গত বৃহস্পতিবার উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাদে অরুয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের চাচাতো ভাই বাদী হয়ে অভিযুক্ত বিএনপি নেতা আবদুল লতিফের (৫০) নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। শুক্রবার বিকেলে ওই নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আবদুল লতিফ অরুয়াইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোরে আবদুল লতিফ ৮ থেকে ১০ জনকে সঙ্গে নিয়ে ভুক্তভোগী কিশোরের বাড়িতে যান। প্রতিবেশীর বাড়ি থেকে মুঠোফোন চুরির অপবাদ দিয়ে তাঁকে ধরে মারধর করতে থাকেন। একপর্যায়ে কিশোরের বাড়ির উঠানে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে লাঠি দিয়ে উপর্যুপরি পেটান। প্রভাবশালী হওয়ায় স্বজনেরা তাঁকে বাধা দেওয়ার সাহস পাচ্ছিলেন না। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ১ মিনিট ৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কিশোরের দুই হাত একটি গাছে এবং দুই পা অন্য আরেকটি গাছের সঙ্গে বাঁধা। কিশোরের পুরো শরীর ঝুলছে। আবদুল লতিফ লাঠি দিয়ে কিশোরের দুই পায়ের নিচের অংশে মারধর করছেন। কিশোর নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছেন। উঠানের চারপাশে অর্ধশতাধিক নারী-পুরুষ দাঁড়িয়ে নির্যাতনের দৃশ্য দেখছেন।

মামলার বাদী প্রথম আলোকে বলেন, ‘আমরা গ্রামের সবচেয়ে নিরীহ মানুষ। আবদুল লতিফ ইচ্ছা করলে আমাদের ওপর এসব করতে পারেন। কেউ বাধা দেবে না। তিনি কয়েক দিন ধরে আমার ভাইয়ের ওপর ক্ষিপ্ত ছিলেন।’

গ্রেপ্তার হওয়ায় এ ব্যাপারে অভিযুক্ত আবদুল লতিফের বক্তব্য পাওয়া যায়নি। জানতে চাইলে অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক প্রথম আলোকে বলেন, তিনি (আবদুল লতিফ) দীর্ঘদিন ধরে বিএনপির কমিটিতে আছেন। এমন কাজের জন্য তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে উপজেলা বিএনপির মতামত চাওয়া হয়েছে। উপজেলার নেতাদের মতামতের পর তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আবদুল লতিফ কয়েক দিন পরপর এমন ঘটনা ঘটিয়ে আসছেন। তিনি এমনটি করতে পারেন না। তিনি প্রভাবশালী লোক। তাঁর বিরুদ্ধে কেউ কথা বলেন না।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই কিশোরকে নির্যাতন করার অভিযোগে মামলা হয়েছে। এজাহারনামীয় একমাত্র আসামিকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র এ ঘটন

এছাড়াও পড়ুন:

বিজিবির বাধায় মাটি কাটা বন্ধ করল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় শনিবার মাটি কাটছিল বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে পিছু হটেছে তারা। বিএসএফের সদস্যরা ভেকু মেশিন (মাটি কাটার যন্ত্র) দিয়ে শূন্যরেখার ভারতীয় অংশে মাটি খনন করছিল। 

বিজিবি সূত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীন দহগ্রাম বিওপির সীমান্ত পিলার ডিএএমপি ৭ থেকে ৭০ গজ অভ্যন্তরে ৬ ব্যাটালিয়ন বিএসএফের অরুণ ক্যাম্পের কিছু সদস্য তাদের নাগরিকদের সহায়তায় মাটি কাটছিল। তারা মাটি কেটে ট্রলিতে করে ক্যাম্পের ভেতরে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে বিজিবি দহগ্রাম বিওপির টহল দল বাধা দেয় ও প্রতিবাদ জানায়। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে দিয়ে ভেকু মেশিন ও ট্রলি নিয়ে ফেরত চলে যান। এ ধরনের কাজ তারা আর করবেন না বলে বিজিবি টহল দলকে প্রতিশ্রুতি দেন। 

এ বিষয়ে বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন সাংবাদিকদের বলেন, মাটি কাটার ঘটনায় বিএসএফকে কড়া বার্তা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ