পরমাণু প্রকল্প নিয়ে দ্বিতীয় দফায় ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক
Published: 19th, April 2025 GMT
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক করেছে ওয়াশিংটন ও তেহরান। আজ শনিবার ইতালির রাজধানী রোমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রতীক্ষার পর সপ্তাহখানেক আগে ওমানের রাজধানী মাসকাটে প্রথম দফায় বৈঠক করেছিলেন দুই পক্ষের প্রতিনিধিরা।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আলোচনার মধ্যস্থতা করছে ওমান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক শুরু হয়। এর আগে রোমে পৌঁছাতে দেখা যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে। আলোচনায় যোগ দেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফেরও।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেরি বলেন, ইতালিতে ওমান দূতাবাসের দুটি কক্ষে আলাদাভাবে বসবেন দুই দেশের প্রতিনিধিরা। দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদানের কাজ করবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি।
এর আগে মাসকাটে অনুষ্ঠিত বৈঠকও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি হয়নি বলে জানিয়েছিল ইরান। ওই বৈঠকের পর গত শুক্রবার আব্বাস আরাগচি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরমাণু আলোচনা নিয়ে গুরুত্ব দিচ্ছেন বলে তাঁদের মনে হচ্ছে। তবে আলোচনা ঘিরে ওয়াশিংটনের ‘উদ্দেশ্য’ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যক্রম সীমিত করবে। বিনিময়ে দেশটির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। পরে প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালে ২০১৮ সালে ওই চুক্তি থেকে বেরিয়ে যান ট্রাম্প।
গত জানুয়ারিতে ক্ষমতায় বসে আবারও ইরানের ওপর নিষেধাজ্ঞার মাধ্যমে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগে তৎপরতা শুরু করেন ট্রাম্প। তবে গত মার্চে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লেখা একটি চিঠিতে নতুন করে পরমাণু আলোচনা শুরুর আহ্বান জানান তিনি। কূটনৈতিক প্রচেষ্টা বিফলে গেলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পরম ণ
এছাড়াও পড়ুন:
বিজিবির বাধায় মাটি কাটা বন্ধ করল বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় শনিবার মাটি কাটছিল বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে পিছু হটেছে তারা। বিএসএফের সদস্যরা ভেকু মেশিন (মাটি কাটার যন্ত্র) দিয়ে শূন্যরেখার ভারতীয় অংশে মাটি খনন করছিল।
বিজিবি সূত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীন দহগ্রাম বিওপির সীমান্ত পিলার ডিএএমপি ৭ থেকে ৭০ গজ অভ্যন্তরে ৬ ব্যাটালিয়ন বিএসএফের অরুণ ক্যাম্পের কিছু সদস্য তাদের নাগরিকদের সহায়তায় মাটি কাটছিল। তারা মাটি কেটে ট্রলিতে করে ক্যাম্পের ভেতরে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে বিজিবি দহগ্রাম বিওপির টহল দল বাধা দেয় ও প্রতিবাদ জানায়। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে দিয়ে ভেকু মেশিন ও ট্রলি নিয়ে ফেরত চলে যান। এ ধরনের কাজ তারা আর করবেন না বলে বিজিবি টহল দলকে প্রতিশ্রুতি দেন।
এ বিষয়ে বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন সাংবাদিকদের বলেন, মাটি কাটার ঘটনায় বিএসএফকে কড়া বার্তা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।