বাংলাদেশ নারী দলকে বিসিবি সভাপতির অভিনন্দন
Published: 19th, April 2025 GMT
ভারতে অনুষ্ঠেয় সেপ্টেম্বরের ওয়ানডে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অষ্টম দল হিসেবে টুর্নামেন্টে জায়গা পাকা করা নারী দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
এক বার্তায় এই অভিনন্দন জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আইসিসি নারী বিশ্বকাপে খেলা নিশ্চিত করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন। নিরন্তর পরিশ্রম করে যাওয়া কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানাচ্ছি।
আমরা ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। আমাদের ক্রিকেটারদের লক্ষ্য ঠিক রাখার ও প্রস্তুতিতে দৃঢ় প্রতিজ্ঞ থাকার অনুরোধ জানাচ্ছি। বিসিবি পুরোপুরি তাদের পাশে আছে। তারা যাতে ভালো প্রস্তুতি নিয়ে ও সেরা ছন্দে থেকে বিশ্বকাপে যেতে পারো, সেজন্য বিসিবি সর্বোচ্চ সহায়তা করবে। বিশ্ব মঞ্চে দেশকে গর্বিত করতে আমরা আমাদের প্রতিভা ও সামর্থ্যে বিশ্বাস রাখি।’
পাকিস্তানে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সমান ৩ জয়ে ৬ পয়েন্ট তোলে। তবে নেট রান রেটে বাংলাদেশ এগিয়ে থাকায় বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব শ বক প
এছাড়াও পড়ুন:
রুক্ষ-শুষ্ক চা বাগানে অবশেষে স্বস্তির বৃষ্টি
টানা তাপপ্রবাহে বিপর্যস্ত শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার উপজেলাগুলোর চা বাগানগুলো অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে। বিক্ষিপ্ত বৃষ্টির স্পর্শে নির্মল সবুজের দেখা মিলেছে সেখানে। প্রথম দফা বৃষ্টির পরেই চা গাছগুলোতে নতুন কুঁড়ি উঁকি দিতে শুরু করেছে।
চলতি মাসের শুরুর দিকে প্রচণ্ড তাপে ঝলসে গিয়েছিল বাগানের অধিকাংশ চা গাছ। অনেক স্থানে শুরু হয়েছিল লাল রোগের প্রাদুর্ভাব। চা উৎপাদন শুরুর মৌসুমে মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগানে কমে যায় উৎপাদনের গতি। চলতি সপ্তাহ ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে পরিস্থিতির পরিবর্তন ঘটতে শুরু করেছে। বাগান রক্ষায় কৃত্রিম সেচের প্রয়োজন নেই। চলতি বছরে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০৩ মিলিয়ন কেজি।