‘বিলাসী জীবন’সহ নানা প্রশ্নের মুখে সারজিস ও হাসনাত
Published: 19th, April 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব গাজী সালাহউদ্দিন তানভীরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখি হচ্ছে বেশ কিছুদিন ধরে। এসব বিষয় নিয়ে নতুন দল এনসিপির কেন্দ্রীয় অনেক নেতার মধ্যে নানা প্রশ্ন ছিল।
গতকাল শুক্রবার সাধারণ সভায় হাসনাত ও সারজিসকে ‘বিলাসী জীবন’ নিয়ে এবং তানভীরের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়। তাঁরা অভিযোগগুলো খণ্ডনও করেছেন।
শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা ধরে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়। এটি দলের তৃতীয় সাধারণ সভা। সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন।
ওই সভায় সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে এনসিপির বেশ কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা ও তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। রোববার (২০ এপ্রিল) এই কমিটি ঘোষণা করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানিয়েছে।
শুক্রবারের সাধারণ সভায় অংশ নিয়েছেন এনসিপির এমন পাঁচজন নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেন, সভার এক পর্যায়ে আলোচনা ওঠে যে মুষ্টিমেয় কয়েকজনের জন্য এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এরপর কেন্দ্রীয় নেতাদের অনেকে নানা প্রশ্ন করতে শুরু করেন। হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ৫ আগস্টের পর ‘বিলাসী জীবন’ নিয়ে প্রশ্ন করা হয়। তাঁরা কীভাবে দামি গাড়িতে চড়েন, সেই প্রশ্ন তোলা হয়। এ ছাড়া ঈদুল ফিতরের আগে গত মাসে পঞ্চগড়ে সারজিসের গাড়িবহর নিয়ে প্রবেশ করে যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন, সে বিষয়েও তাঁকে প্রশ্ন করা হয়। বিভিন্ন ঘটনায় নিজেদের মতো করে মন্তব্য করা বা অবস্থান নেওয়া, বিভিন্ন বিষয়ে একা একা ‘ডিল’ করতে যাওয়া নিয়েও প্রশ্নের মুখে পড়েন সারজিস ও হাসনাত।
সভা-সংশ্লিষ্ট সূত্র জানায়, জবাবে সারজিস ও হাসনাত মোটাদাগে বলেছেন, তাঁদের লক্ষ্যবস্তু করে বিভিন্ন পক্ষ থেকে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। এসবের উদ্দেশ্য এনসিপিকে প্রশ্নবিদ্ধ করা। তাঁরা দাবি করেন, নিরাপত্তার কারণে এবং জরুরি প্রয়োজনে তাঁরা গাড়ি ব্যবহার করেন ভাড়া করে। গত মাসে পঞ্চগড়ে গাড়িবহরের বিষয়ে সারজিস ব্যাখ্যা দেন। তিনি বলেন, তাঁর জীবনযাত্রা আগে থেকেই সচ্ছল। তাঁদের বিরুদ্ধে ফেসবুকে তোলা অভিযোগের অধিকাংশই অতিরঞ্জন বলে মন্তব্য করেন সারজিস।
সভায় সারজিস ও হাসনাত আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর নানাভাবে সহযোগিতা চেয়ে অনেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা অনেককে সহযোগিতা করেছেন, কিন্তু এর বিনিময়ে কোনো আর্থিক সুবিধা নেননি। তাঁরা নানা জায়গায় গেলে অনেকে এসে তাঁদের সঙ্গে ছবি তোলেন। কিন্তু পরে ওই ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে অনেকে তাঁদেরও এর সঙ্গে জড়িত মনে করেন মানুষ।
এনসিপির তৃতীয় সাধারণ সভায় বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা, ১৮ এপ্রিল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এনস প র
এছাড়াও পড়ুন:
বিজিবির বাধায় মাটি কাটা বন্ধ করল বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় শনিবার মাটি কাটছিল বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে পিছু হটেছে তারা। বিএসএফের সদস্যরা ভেকু মেশিন (মাটি কাটার যন্ত্র) দিয়ে শূন্যরেখার ভারতীয় অংশে মাটি খনন করছিল।
বিজিবি সূত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীন দহগ্রাম বিওপির সীমান্ত পিলার ডিএএমপি ৭ থেকে ৭০ গজ অভ্যন্তরে ৬ ব্যাটালিয়ন বিএসএফের অরুণ ক্যাম্পের কিছু সদস্য তাদের নাগরিকদের সহায়তায় মাটি কাটছিল। তারা মাটি কেটে ট্রলিতে করে ক্যাম্পের ভেতরে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে বিজিবি দহগ্রাম বিওপির টহল দল বাধা দেয় ও প্রতিবাদ জানায়। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে দিয়ে ভেকু মেশিন ও ট্রলি নিয়ে ফেরত চলে যান। এ ধরনের কাজ তারা আর করবেন না বলে বিজিবি টহল দলকে প্রতিশ্রুতি দেন।
এ বিষয়ে বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন সাংবাদিকদের বলেন, মাটি কাটার ঘটনায় বিএসএফকে কড়া বার্তা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।