বিয়ের কথা গোপন করে দুই বোনের সাথে প্রেমের সম্পর্ক, লম্পট আটক
Published: 19th, April 2025 GMT
বিয়ের কথা গোপন করে একই পরিবারের দুই বোনের সাথে প্রেমের সম্পর্ক করার অপরাধে বন্দরে লম্পট সাদমান সাকিব ভূঁইয়া (২৪) কে আটক করে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শহরের চাষাড়া কেএফসি থেকে ওই লম্পটকে আটক করা হয়। লম্পট প্রতারক সাদমান সাকিব ভূঁইয়া বন্দর থানার ২২ নং ওয়ার্ডের বন্দর সিরাজদৌল্লা ক্লাব সংলগ্ন এলাকার সাহাদাত ভূইয়ার ছেলে। তার বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতনের মামলা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ভূক্তভোগী প্রেমিকা বড় বোনের তথ্যসূত্রে জানা গেছে, সাদমান সাকিব ভূঁইয়া একজন চিহ্নিত প্রতারক। সে বিয়ের কথা গোপন করে বিভিন্ন মেয়েদের সাথে মিথ্যা প্রেমের অভিনয় করে ব্লাকমিলিং এর মাধ্যমে টাকা পয়সা হাতি নেয়।
এ ছাড়াও লম্পট সাদমান সাকিব ভূঁইয়া বিয়ের কথা গোপন রেখে আমার সাথে ও আমার ছোট বোনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
গত বৃহস্পতিবার লম্পট সাদমান সাকিব ভূঁইয়া আমার ছোট বোনের সাথে কেএফসিতে ডেটিং করার সময় আমি তাকে হাতে নাতে ধরে উত্তমমাধ্যম দিয়ে ছেড়ে দেই।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অপর ধ
এছাড়াও পড়ুন:
বিজিবির বাধায় মাটি কাটা বন্ধ করল বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় শনিবার মাটি কাটছিল বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে পিছু হটেছে তারা। বিএসএফের সদস্যরা ভেকু মেশিন (মাটি কাটার যন্ত্র) দিয়ে শূন্যরেখার ভারতীয় অংশে মাটি খনন করছিল।
বিজিবি সূত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীন দহগ্রাম বিওপির সীমান্ত পিলার ডিএএমপি ৭ থেকে ৭০ গজ অভ্যন্তরে ৬ ব্যাটালিয়ন বিএসএফের অরুণ ক্যাম্পের কিছু সদস্য তাদের নাগরিকদের সহায়তায় মাটি কাটছিল। তারা মাটি কেটে ট্রলিতে করে ক্যাম্পের ভেতরে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে বিজিবি দহগ্রাম বিওপির টহল দল বাধা দেয় ও প্রতিবাদ জানায়। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে দিয়ে ভেকু মেশিন ও ট্রলি নিয়ে ফেরত চলে যান। এ ধরনের কাজ তারা আর করবেন না বলে বিজিবি টহল দলকে প্রতিশ্রুতি দেন।
এ বিষয়ে বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন সাংবাদিকদের বলেন, মাটি কাটার ঘটনায় বিএসএফকে কড়া বার্তা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।