কুয়েট উপাচার্যের প্রতীকি গদিতে শিক্ষার্থীদের আগুন
Published: 19th, April 2025 GMT
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের প্রতীকি গদিতে (চেয়ার) আগুন দিয়েছেন শিক্ষার্থীরা। উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
শিক্ষার্থীরা শনিবার সন্ধ্যা ৬টায় ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হন। মিছিল নিয়ে দুর্বার বাংলা চত্বরে যান। সেখানে উপাচার্যের প্রতীকি গদিতে আগুন জ্বালান। উপাচার্যকে অপসারণের দাবি জানালেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
এদিকে উপাচার্যকে অপসারণের দাবিকে অযৌক্তিক ও ষড়যন্ত্রের অংশ বলে গতকাল বিবৃতি দিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। সংগঠনের সভাপতি অধ্যাপক ড.
তিনি অভিযোগ করেন, কিছু শিক্ষার্থী নোংরা ভাষায় শিক্ষকদের হেয় করছেন। পাশাপাশি সাইবার আক্রমণ চালিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষ হয়। দেড় শতাধিক আহত হয়। ২৫ ফেব্রুয়ারি কুয়েট সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। গত ১৩ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন করছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: আগ ন ক য় ট উপ চ র য উপ চ র য
এছাড়াও পড়ুন:
রুক্ষ-শুষ্ক চা বাগানে অবশেষে স্বস্তির বৃষ্টি
টানা তাপপ্রবাহে বিপর্যস্ত শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার উপজেলাগুলোর চা বাগানগুলো অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে। বিক্ষিপ্ত বৃষ্টির স্পর্শে নির্মল সবুজের দেখা মিলেছে সেখানে। প্রথম দফা বৃষ্টির পরেই চা গাছগুলোতে নতুন কুঁড়ি উঁকি দিতে শুরু করেছে।
চলতি মাসের শুরুর দিকে প্রচণ্ড তাপে ঝলসে গিয়েছিল বাগানের অধিকাংশ চা গাছ। অনেক স্থানে শুরু হয়েছিল লাল রোগের প্রাদুর্ভাব। চা উৎপাদন শুরুর মৌসুমে মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগানে কমে যায় উৎপাদনের গতি। চলতি সপ্তাহ ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে পরিস্থিতির পরিবর্তন ঘটতে শুরু করেছে। বাগান রক্ষায় কৃত্রিম সেচের প্রয়োজন নেই। চলতি বছরে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০৩ মিলিয়ন কেজি।