মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা
Published: 19th, April 2025 GMT
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের (বিএসওএম) ২০২৫-২৬ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালীব রাব্বি ও সাধারণ সম্পাদক এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী সায়েদা তাসমিমা হুসেইন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিএসওএমের উপদেষ্টা পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি ঘোষণা করা হয়।
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের (বিএসওএম) ২০২৫-২৬ সালের নতুন কমিটি গঠিত হয়েছে।কমিটির অপর সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি (এপিইউ) মাহফুজুর রহমান সিফাত, সহসভাপতি মোহাম্মাদ রিয়াদ হোসেন, (সিটি ইউনিভার্সিটি), জয়েন্ট সেক্রেটারি মেহেদী হাসান জ্যাক (ইউসিএমআই) আদিবা আহমেদ (ইউপিএম), সাংগঠনিক সম্পাদক (এপিইউ) তাসবীর হোসাইন দীপ্ত, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমএমইউর ফাহাদ বিন জাহেদ, অর্থ সম্পাদক (ইউএমকেএল) নুরে আলম শুভ সেগী, শিক্ষাবিষয়ক সম্পাদক ইমরান হোসাইন, যুগ্ম শিক্ষাবিষয়ক সম্পাদক ইলা আকতার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইয়েরা জামান, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি সাওন আহমেদ, যুগ্ম মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি রাকিবুল হারিস, ক্রীড়া সম্পাদক জামানুল ইসলাম, যুগ্ম ক্রীড়া সম্পাদক সাব্বির, সাংস্কৃতিক সম্পাদক আমানুল্লাহ রাজ, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক সাবরিনা সুচনা, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক জারিন তাসনীম, পি অ্যান্ড আর সম্পাদক সুমাইয়া আকতার ও ধর্মবিষয়ক সম্পাদক শরীয়তুল্লাহ।
নবনির্বাচিত সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি জানান, মালয়েশিয়া অধ্যয়নরত ৩৪ ইউনিভার্সিটি থেকে কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
সভাপতি আসাদুল্লাহ আল গালীব বলেন, ‘আমরা এই দায়িত্বকে সম্মানের সঙ্গে গ্রহণ করছি। আশা করি, এর মধ্য দিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা আরও সুসংগঠিত, সহায়ক ও ঐক্যবদ্ধ হবেন। পাশাপাশি বিশ্বের দরবারে ব্র্যান্ডিং বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশকে আরও এগিয়ে নিয়ে যাব।’
সাধারণ সম্পাদক সায়েদা তাসমিয়া হুসেইন বলেন, এই কমিটির প্রতিটি সদস্য শুধু নেতৃত্ব দিতে নয়; বরং কিছু নতুন সৃষ্টি ও ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে। সামনের দিনগুলোতে আমরা আরও ইভেন্ট, নতুন মিডিয়া ইনিশিয়েটিভ এবং স্টুডেন্ট ব্র্যান্ডিংয়ে ফোকাস করব—যাতে সবাই নিজের পরিচয় নিয়ে গর্ব করতে পারে।
২০১৪ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের (বিএসওএম)।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাকিস্তানের কাছে আজ হারলেও যেভাবে বিশ্বকাপে যেতে পারে বাংলাদেশ
শুরুটা হয়েছিল ৬ দল দিয়ে, লক্ষ্য ছিল বিশ্বকাপে বাকি থাকা দুটি টিকিট। প্রতি দলের ম্যাচ ৫টি করে। এর মধ্যে প্রথম ৪টিতে জিতে একটি টিকিট নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। ২০২৫ নারী বিশ্বকাপ বাছাইপর্বে শেষ টিকিটের লড়াইটা এখন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের।
দুটি দল অবশ্য একে অপরের মুখোমুখি হচ্ছে না। আজ বাছাইয়ের শেষ দিনে বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ থাইল্যান্ড।
থাইল্যান্ড এবারের বিশ্বকাপ বাছাইয়ের সবচেয়ে দুর্বল দল। ৪ ম্যাচের ৪টিতেই হেরেছে। বিপরীতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান জিতেছে ৪ ম্যাচের ৪টিতেই। বোঝাই যাচ্ছে, প্রতিপক্ষ বিবেচনায় বাংলাদেশের কাজটা কঠিন।
তবে নিগার সুলতানার দলের স্বস্তির দিক পয়েন্ট তালিকা। এ মুহূর্তে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান দুইয়ে, ৪ ম্যাচে ৬ পয়েন্ট। আর ছয় দলের মধ্যে পাঁচে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৪ ম্যাচে ৪।
বাংলাদেশ পয়েন্টের পাশাপাশি আরেকটি জায়গায়ও এগিয়ে। নিগারদের রান রেট +১.০৩৩, যেখানে ক্যারিবীয় মেয়েদের –০.২৮৩।
প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের টিকিট কাটতে হলে বাংলাদেশকে আজ কী করতে হবে?
সোজাসাপটা পথ হচ্ছে পাকিস্তানের বিপক্ষে জয়। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে সকাল সাড়ে ১০টায় শুরু ম্যাচে বাংলাদেশ জিততে পারলে ৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেবে। তখন বেলা তিনটায় শুরু গাদ্দাফি স্টেডিয়ামের ওয়েস্ট ইন্ডিজ–থাইল্যান্ড ম্যাচ হয়ে পড়বে শুধুই আনুষ্ঠানিকতায়। কারণ, জিতলেও বাংলাদেশের দুই পয়েন্ট পেছনেই থাকবে ক্যারিবীয়রা।
বৃষ্টিতে পণ্ড হলেম্যাচ বৃষ্টিতে পণ্ড হলেও বাংলাদেশই বিশ্বকাপে জায়গা করবে। ম্যাচ পণ্ড মানে পয়েন্ট ভাগাভাগি হওয়া। সে ক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে ৭। ওয়েস্ট ইন্ডিজ দল থাইল্যান্ডের বিপক্ষে জিতলেও পয়েন্ট হবে ৬। অর্থাৎ এক পয়েন্টে পিছিয়েই থাকবে। তবে বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার সম্ভাবনা কম। এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের কোনো ম্যাচ বৃষ্টির কারণে ভেসে যায়নি।
বাংলাদেশ হেরে গেলেবাংলাদেশ দল পাকিস্তানের কাছে হেরে গেলেও বিশ্বকাপ খেলার সম্ভাবনা থাকবে। তবে তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ–থাইল্যান্ড ম্যাচের দিকে। ওই ম্যাচটিতে চমক দেখিয়ে থাইল্যান্ড জিতলে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা নষ্ট হবে, এগিয়ে থাকবে বাংলাদেশই। তবে বাংলাদেশ দল পাকিস্তানের কাছে হারার পর ওয়েস্ট ইন্ডিজ যদি থাইল্যান্ডকে হারায়, তাহলে সমীকরণ ভিন্ন।
সে ক্ষেত্রে নেট রান রেট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশের চেয়ে রান রেটে বেশ পিছিয়ে, এখন শেষ দিনে বাংলাদেশকে টপকে যেতে হলে পয়েন্ট সমান করার পর জয়ের ব্যবধানও বড় রাখতে হবে। নেট রান রেটের কারণে ব্যবধান হতে হবে ২৫০ রানের।
অর্থাৎ বাংলাদেশ দল যদি পাকিস্তানের কাছে ১০০ রানে হারে, ওয়েস্ট ইন্ডিজকে থাইল্যান্ডের বিপক্ষে জিততে হবে ১৫০ রানে। বাংলাদেশ দলের হারের ব্যবধান আর ওয়েস্ট ইন্ডিজের জয়ের ব্যবধানের যোগফল ২৫০ করলেই নিগারদের টপকে যেতে পারবে ক্যারিবীয়রা।
তবে এত সব হিসাব–নিকাশের কিছুই লাগবে না, যদি বাংলাদেশ দল আগেভাগেই পাকিস্তানকে হারিয়ে দেয়। সেটা ১ রানে হোক বা ১ উইকেটে।
২০২৫ নারী বিশ্বকাপের আসর বসবে সেপ্টেম্বর–অক্টোবরে ভারতে। বাংলাদেশ মাত্র একবারই ৫০ ওভারের টুর্নামেন্টটি খেলেছে, ২০২২ সালে।