জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল
Published: 19th, April 2025 GMT
নিয়োগের মাত্র দু’দিনের মাথায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে মুহাম্মদ আবু আবিদকে খণ্ডকালীন অবৈতনিক মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে তাঁর নিয়োগ আদেশ বাতিল করার কথা জানানো হয়েছে।
কী কারণে এই সিদ্ধান্ত– সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এই নিয়োগের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রুক্ষ-শুষ্ক চা বাগানে অবশেষে স্বস্তির বৃষ্টি
টানা তাপপ্রবাহে বিপর্যস্ত শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার উপজেলাগুলোর চা বাগানগুলো অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে। বিক্ষিপ্ত বৃষ্টির স্পর্শে নির্মল সবুজের দেখা মিলেছে সেখানে। প্রথম দফা বৃষ্টির পরেই চা গাছগুলোতে নতুন কুঁড়ি উঁকি দিতে শুরু করেছে।
চলতি মাসের শুরুর দিকে প্রচণ্ড তাপে ঝলসে গিয়েছিল বাগানের অধিকাংশ চা গাছ। অনেক স্থানে শুরু হয়েছিল লাল রোগের প্রাদুর্ভাব। চা উৎপাদন শুরুর মৌসুমে মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগানে কমে যায় উৎপাদনের গতি। চলতি সপ্তাহ ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে পরিস্থিতির পরিবর্তন ঘটতে শুরু করেছে। বাগান রক্ষায় কৃত্রিম সেচের প্রয়োজন নেই। চলতি বছরে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০৩ মিলিয়ন কেজি।