ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাজশাহী অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
Published: 19th, April 2025 GMT
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির রাজশাহী অঞ্চলের শাখা ও উপশাখাগুলোর ‘বিজনেস রিভিউ মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) রাজশাহীতে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো.
দিনব্যাপী এ বিজনেস রিভিউ মিটিংয়ে রাজশাহী অঞ্চলের শাখা ও উপশাখাগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। তারা ব্যাংকের গ্রাহকসেবা, ডিপোজিট, বিনিয়োগ, রেমিট্যান্স ও বৈদেশিক বাণিজ্যসহ সার্বিক ব্যবসায় পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবদুল মান্নান ইসলামী ব্যাংকিংয়ের কল্যাণমুখী সেবাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য ম্যানেজারদের পরামর্শ দেন। তিনি শরিয়াহর উদ্দেশ্যের আলোকে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরীকে প্রাধান্য দিয়ে স্থানীয় ডিপোজিট স্থানীয়ভাবে বিনিয়োগ করার জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন। এছাড়া, তিনি শরিয়াহ পরিপালন, সুশাসন বাস্তবায়ন এবং কর্মকর্তাদের নৈতিক মান, জ্ঞানগত উৎকর্ষতা ও পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
ঢাকা/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া রিংটেইল লেমুর উদ্ধার, গ্রেপ্তার ১
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি রিংটেইল লেমুরের মধ্যে একটি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর শ্যামবাজার এলাকা থেকে খাঁচাবন্দি অবস্থায় প্রাণীটি উদ্ধার হয়। এ ঘটনায় দেলোয়ার হোসেন তওসীফ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর।
দীপংকর বর জানান, চুরি হওয়া তিনটি আফ্রিকান রিংটেইল লেমুরের মধ্যে একটি রাজধানীর শ্যামবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বাকি দুটি উদ্ধারে অভিযান চলছে।
আরো পড়ুন:
লক্ষ্মীপুরে ৫ সাবেক জনপ্রতিনিধি গ্রেপ্তার
কভার্ডভ্যান চুরির পর টুকরো টুকরো করেন তারা
গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোসেন তওসীফ শেরপুর সদর উপজেলার চরখারচর সাতানীপাড়া গ্রামের বাসিন্দা। তাকে জামালপুর থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টায় শ্যামবাজার মসজিদের পাশে একটি নির্জন জায়গা থেকে লেমুরটি উদ্ধার হয়।
গত ২৩ মার্চ গাজীপুর সাফারি পার্কের লামচিতা বেষ্টনী-১ এর নেট কেটে দুইটি পুরুষ ও একটি স্ত্রী রিংটেইল লেমুর চুরি হয়। প্রাণীগুলো আন্তর্জাতিকভাবে বিপন্ন তালিকাভুক্ত। গত ৭ এপ্রিল এ ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় মামলা হয়।
ঢাকা/রফিক/মাসুদ