রাজধানীর গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে মিছিল–সমাবেশ করেছেন রিকশাচালকেরা। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলশানের কালাচাঁদপুর ও বনানী ১১ নম্বর সড়কে সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে অংশ নেওয়া রিকশাচালকেরা অভিযোগ করেন, গুলশান সোসাইটির নিবন্ধিত রিকশা ছাড়া অন্য কোনো ব্যাটারিচালিত রিকশা গুলশান এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রিকশাচালক কাইয়ুম প্রথম আলোকে বলেন, গুলশান সোসাইটির নিবন্ধন নেই, এমন অটোরিকশা গুলশান এলাকায় গেলে রিকশার ক্ষতি করা হচ্ছে। গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলার অনুমতি দেওয়ার দাবি জানান তিনি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কালাচাঁদপুরে সমাবেশের সময় রিকশাচালকদের কেউ কেউ সড়কে শুয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে এসে সড়কে যান চলাচল বন্ধ না করতে তাঁদের অনুরোধ করে। তবে পুলিশের অনুরোধে সাড়া না দিয়ে বেশ কয়েকজন রিকশাচালক সড়কে শুয়েই থাকেন। পরে পুলিশ সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন।

ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে গুলশান এলাকার সড়কে শুয়ে পড়েন রিকশাচালকেরা। পরে পুলিশ তাঁদের সেখান থেকে উঠিয়ে দেয়। ঢাকা, ১৯ এপ্রিল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া রিংটেইল লেমুর উদ্ধার, গ্রেপ্তার ১

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি রিংটেইল লেমুরের মধ্যে একটি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর শ্যামবাজার এলাকা থেকে খাঁচাবন্দি অবস্থায় প্রাণীটি উদ্ধার হয়। এ ঘটনায় দেলোয়ার হোসেন তওসীফ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর। 

দীপংকর বর জানান, চুরি হওয়া তিনটি আফ্রিকান রিংটেইল লেমুরের মধ্যে একটি রাজধানীর শ্যামবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বাকি দুটি উদ্ধারে অভিযান চলছে।

আরো পড়ুন:

লক্ষ্মীপুরে ৫ সাবেক জনপ্রতিনিধি গ্রেপ্তার

কভার্ডভ্যান চুরির পর টুকরো টুকরো করেন তারা

গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোসেন তওসীফ শেরপুর সদর উপজেলার চরখারচর সাতানীপাড়া গ্রামের বাসিন্দা। তাকে জামালপুর থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টায় শ্যামবাজার মসজিদের পাশে একটি নির্জন জায়গা থেকে লেমুরটি উদ্ধার হয়।

গত ২৩ মার্চ গাজীপুর সাফারি পার্কের লামচিতা বেষ্টনী-১ এর নেট কেটে দুইটি পুরুষ ও একটি স্ত্রী রিংটেইল লেমুর চুরি হয়। প্রাণীগুলো আন্তর্জাতিকভাবে বিপন্ন তালিকাভুক্ত। গত ৭ এপ্রিল এ ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় মামলা হয়।

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ