রূপগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত, আহত ২
Published: 19th, April 2025 GMT
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় যাত্রীবাহী মেঘলা বাসের ধাক্কায় সিএনজি চালক আক্তার হোসেন (৫৫) নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে সিএনজিতে থাকা আরো ২ যাত্রী।
শনিবার (১৮ এপ্রিল) সকালে কাঁচপুর থেকে সিএনজি চালক আক্তার হোসেন ২ জন যাত্রী নিয়ে ভুলতা উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় পৌছেলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী মেঘলা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ধুমড়ে মুচড়ে যায় সিএনজিটি।
এসময় গুরুতর আহত হয় চালক আক্তার হোসেন, যাত্রী মাসুদ আলম ও তার স্ত্রী মৌসুমী আক্তার। আশোপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক আক্তার হোসেনকে মৃত বলে ঘোষনা দেন। গুরুতর আহত ২ যাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত চালক আক্তার হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কাচপুর উত্তর পাড়া এলাকার মৃত সাইজদ্দিনের ছেলে।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন র পগঞ জ ন র য়ণগঞ জ স এনজ
এছাড়াও পড়ুন:
নবাগত সদর ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়
নারায়ণগঞ্জ সদর উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলা ও থানা পর্যায়ের পিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা মাদক, জলাবদ্ধতা, সন্ত্রাস নির্মালসহ বিভিন্ন তথ্য তুলে ধরেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, সাংবাদিক সমাজের আয়না। তারা সমাজের সকল তথ্য তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। এই সংবাদের ভিওিত্বে দেশ পরিচালিত হয়ে থাকে।
তিনি বলেন প্রশাসন এবং মিডিয়া একে অপরের পরিপূরক আপনারা উপজেলা প্রশাসনকে সহযোগিতা করবেন আমরা সকল সমস্যা সমাধান করে একটি মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করবো।
এসময় বক্তব্য রাখেন, যায়যায়দিন পএিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, ৭১ টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, নয়াদিগন্ত পএিকার ফতুল্লা প্রতিনিধি নিয়াজ মোহাম্মদ মাসুম, দৈনিক সংবাদ চর্চার নির্বাহী সম্পাদক আব্দুর রহিম, আমার দেশ ফতুল্লা প্রতিনিধি কবিরুল ইসলাম, জাগো নারায়ণগঞ্জ সম্পাদক সহিদুল্লাহ রাসেল, সাংবাদিক সেলিম মুন্সি, ডান্ডিবার্তার সাংবাদিক মাসুদ আলী প্রমূখ।