প্রতিবেশীর সঙ্গে ছেলের মারামারি, ঠেকাতে গিয়ে বাবার মৃত্যু
Published: 19th, April 2025 GMT
প্রতিবেশীর সঙ্গে ছেলের মারামারি ঠেকাতে গিয়ে এক বৃদ্ধ মারা গেছেন। মারা যাওয়া আক্কাস আলী শেখ (৬৩) গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি মহল্লার বাসিন্দা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। শনিবার ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ, মৃত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আক্কাস আলীর বসতবাড়ির পাশে কোয়েল পাখির খামার করেছেন একই মহল্লার গিয়াস উদ্দিন শেখের ছেলে ফরিদ শেখ (৬৩) ও লিটন শেখ (৩৮)। এ নিয়ে আক্কাসের পরিবারের সঙ্গে ফরিদ ও লিটনের বিরোধ চলছিল।
শুক্রবার রাত ১০টার দিকে কোয়েল পাখির ওই খামার থেকে ছড়ানো দুর্গন্ধকে কেন্দ্র করে আক্কাসের ছেলে শাহীন শেখের সঙ্গে ফরিদ ও লিটনের তর্ক হয়। তর্কের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। ছেলেকে বাঁচাতে ঘর থেকে বেরিয়ে মারামারি ঠেকানোর চেষ্টা করছিলেন আক্কাস। এ সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন আক্কাসকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আক্কাসের লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম মো. শহিদ আহমদ চৌধুরী। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।
সিলেট কোতোয়ালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, “আজ বিকেলে একটি মোটরসাইকেলে শহিদ চৌহাট্টা থেকে নয়াসড়কের দিকে যাচ্ছিল। চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শহিদ মারা যান।”
আরো পড়ুন:
বাগেরহাটে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত
গাজীপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
তিনি আরো বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক। মারা যাওয়া যুবকের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঢাকা/নূর/মাসুদ