গত ২১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ডিজনির নতুন সিনেমা ‘স্নো হোয়াইট’। তবে লেবানন ছবিটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, সিনেমাটিতে আছেন ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত। লেবাননের স্থানীয় সংবাদপত্র আন-নাহারের বরাতে খবরটি প্রকাশ করেছে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ডেডলাইন। গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার এ নিষেধাজ্ঞার আদেশ দেন।

মনে করা হচ্ছে, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবিতে ইসরায়েলি অভিনেত্রী থাকায় দেশটির চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

‘স্নো হোয়াইট’–এর দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য় ল

এছাড়াও পড়ুন:

সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটে  ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত যুবকের নাম মো. শহিদ আহমদ চৌধুরী। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।

সিলেট কোতোয়ালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, “আজ বিকেলে একটি মোটরসাইকেলে শহিদ চৌহাট্টা থেকে নয়াসড়কের দিকে যাচ্ছিল। চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শহিদ মারা যান।”

আরো পড়ুন:

বাগেরহাটে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত

গাজীপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

তিনি আরো বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক। মারা যাওয়া যুবকের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঢাকা/নূর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ