বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ক্যামেরা দ’অর পুরস্কারের জুরি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইতালির খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার অ্যালিস রোরওয়াচার। এ পুরস্কারটি দেওয়া হয় উৎসবে নির্বাচিত সেরা প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে, যা কান উৎসবের অফিশিয়াল সিলেকশন, ক্রিটিকস উইক, অথবা ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে প্রদর্শিত হয়ে থাকে।
অ্যালিস বলেন, ‘‘প্রথম অভিজ্ঞতা আমাদের জীবনের সেরা স্মৃতিগুলোর একটি। যেভাবে কেউ প্রথমবার ভালোবাসায় পড়ে, অথবা অজানা কোনো ভূখণ্ডে পা রাখে–সেই সোনালি অনুভূতি আমাদের মনে গেঁথে থাকে। হয়তো এজন্যই এ পুরস্কারটির নাম ক্যামেরা দ’অর, অর্থাৎ সোনার ক্যামেরা।”
এর আগে, ২০২৪ সালের ক্যামেরা দ’অর জিতেছিলেন নরওয়ের পরিচালক হাফদান উলমান টন্ডেল, তাঁর ছবি ‘আরমান্ড’-এর জন্য।
অ্যালিসের কান উৎসবে যাত্রা শুরু হয় ২০১১ সালে। সে বছর ডিরেক্টরস ফোর্টনাইটে প্রদর্শিত তাঁর নির্মিত প্রথম সিনেমা ‘কর্পো সেলেস্তে’। এরপর ২০১৪ সালে ‘দ্য ওয়ান্ডারার্স’ কানে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়ে জিতে নেয় সম্মানজনক সম্মাননা ‘গ্রাঁ প্রি’।
২০১৮ সালে ‘হ্যাপি এজ লাজারো’ দিয়ে কানে সেরা চিত্রনাট্যের পুরস্কার পান এবং ২০২৩ সালে তাঁর সর্বশেষ ছবি ‘লা সিনেমা’ প্রতিযোগিতা বিভাগে স্থান পায়। তাঁর নির্মাণশৈলীতে বাস্তবতার সূক্ষ্ম পর্যবেক্ষণের পাশাপাশি থাকে রূপকধর্মী এক জাদুবাস্তবতা, যা তাঁকে ফেদেরিকো ফেলিনি ও ভিট্টোরিও দে সিকোর উত্তরসূরি হিসেবে বিবেচনায় আনে।
চলতি বছরের কান উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৩ থেকে ২৪ মে পর্যন্ত, ফ্রান্সের কান সৈকতে। ২০২৫ সালের এই আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব চলচ চ ত র প রস ক র
এছাড়াও পড়ুন:
হবিগঞ্জে বোরো ধান কাটা উৎসব উদযাপন
দীর্ঘ অপেক্ষার পর কৃষকের সোনালি স্বপ্ন পূরণ করতে হবিগঞ্জে শুরু হয়েছে বোরো ধান কাটা উৎসব। বুধবার বেলা ১১টায় বানিয়াচং উপজেলার সুবিদপুরে আনুষ্ঠানিকভাবে ধান কাটার উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ফরিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কৃষকদের সহযোগিতায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। হাওরাঞ্চলে পানি সেচের সুবিধার কথা বিবেচনা করে গভীর নলকূপ স্থাপন করা হবে। পাশাপাশি কৃষকদের স্বল্প সময়ের মধ্যে গোলায় ধান তুলতে বেশি পরিমাণ ধান কাটার মেশিন আনা হচ্ছে।
এ সময় জেলা প্রশাসক হারভেস্টার মেশিন চালিয়ে এক কৃষকের জমির ধান কাটেন। হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আকতারুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক প্রমুখ।