সিরাজগঞ্জের তাড়াশে রাশিদুল ইসলাম (৪০) নামে এক পিকআপচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার পৌর এলাকার আসানবাড়ী এলাকায় তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের পাশে একটি ঝোপ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত রাশিদুল ইসলাম পৌর সদরের ওয়াপদা বাঁধ এলাকার বাসিন্দা এবং স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের তুফানের ছেলে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
নিহত রাশিদুলের মা আকলিমা খাতুনসহ স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার বিকেল থেকে রাশিদুল ইসলামের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরের দিন সকালে বাড়ির অদূরে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ী এলাকার একটি ঝোপে তাঁর গলাকাটা মরদেহ পাওয়া যায়।
তাদের ধারণা, দুর্বৃত্তরা রাশিদুলের গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানান। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পরে বিস্তারিত জানানো যাবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম মো. শহিদ আহমদ চৌধুরী। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।
সিলেট কোতোয়ালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, “আজ বিকেলে একটি মোটরসাইকেলে শহিদ চৌহাট্টা থেকে নয়াসড়কের দিকে যাচ্ছিল। চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শহিদ মারা যান।”
আরো পড়ুন:
বাগেরহাটে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত
গাজীপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
তিনি আরো বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক। মারা যাওয়া যুবকের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঢাকা/নূর/মাসুদ