বাংলাদেশ–জিম্বাবুয়ে টেস্ট দেখা যাবে কোন চ্যানেলে
Published: 19th, April 2025 GMT
বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজ সম্প্রচার নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সিরিজটি টেলিভিশনের পর্দায় দেখা যাবে কি না, সেই শঙ্কাও ছিল। তবে এ সমস্যার সমাধান হয়ে এসেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর বিষয়টি নিশ্চিত করেছে বিটিভি।
২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে মাঠে গড়াবে ২৮ এপ্রিল। এর আগে গত ১৯ মার্চ আগ্রহীদের সম্প্রচার স্বত্ব কেনার জন্য প্রস্তাব আহ্বান করা হয়। কিন্তু ৭ এপ্রিলের সময়সীমার মধ্যে কেউই সম্প্রচার স্বত্ব কেনার জন্য আবেদন করেনি।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘরোয়া সিরিজগুলো মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে টি স্পোর্টস এবং জিটিভি সরাসরি সম্প্রচার করত। কিন্তু গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।
আরও পড়ুননাজমুল বললেন, নতুন কিছু দেখতে পাবেন১ ঘণ্টা আগেবনানীতে আজ শনিবার এক অনুষ্ঠানে এ প্রসঙ্গ বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘বিষয়টা গোড়া থেকেই বদলাতে হবে। সময়টা খুব (একটা ভালো যাচ্ছে না)। ঘরোয়া এবং আন্তর্জাতিক সব জায়গাতেই মন্দা যাচ্ছে। (রাজনৈতিক) পটপরিবর্তনের পর সময় লাগছে।’
আরও পড়ুনকালই বুঝতে পারবেন—নাহিদ রানাকে নিয়ে খোঁচার জবাবে নাজমুল২ ঘণ্টা আগেদুঃসময়ে এগিয়ে এসে খেলা দেখানোয় বিটিভিকে ধন্যবাদ জানান তিনি, ‘বিটিভি দেখাচ্ছে, অনেক ধন্যবাদ তাদের। বিটিভির স্লট পাওয়া অনেক কঠিন। বিটিভি বিনা মূল্যে এটা দেখাবে। অন্তত মানুষের কাছে পৌঁছাবে খেলাটা।’
বিটিভির পাশাপাশি অন্য কোনো বেসরকারি চ্যানেলে খেলা দেখানো যায় কি না, সেই চেষ্টাও বিসিবি করছে বলে জানিয়েছেন ফারুক, ‘এখনো কথা চলছে অন্য কোনো চ্যানেল পাওয়া যায় কি না। এই ম্যাচ যদি না-ও দেখাতে পারি, পরের ম্যাচটি চেষ্টা করব। এ ছাড়া আগামী আড়াই বছরের জন্য মিডিয়া স্বত্ব বিক্রির ব্যাপারও আছে। ওটার জন্য টেন্ডার তৈরি করে ফেলেছি আমরা। সেখানেও আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানাব।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম মো. শহিদ আহমদ চৌধুরী। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।
সিলেট কোতোয়ালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, “আজ বিকেলে একটি মোটরসাইকেলে শহিদ চৌহাট্টা থেকে নয়াসড়কের দিকে যাচ্ছিল। চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শহিদ মারা যান।”
আরো পড়ুন:
বাগেরহাটে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত
গাজীপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
তিনি আরো বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক। মারা যাওয়া যুবকের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঢাকা/নূর/মাসুদ