বিএনপি নেতাকে হাতুড়িপেটার ঘটনায় জামায়াত নেতা গ্রেপ্তার
Published: 19th, April 2025 GMT
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদকে হাতুড়িপেটার ঘটনায় জামায়াত নেতা হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে সেনাবাহিনী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। হাফিজুর পৌর জামায়াতের প্রচার সম্পাদক।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, হামলার ঘটনায় হাফিজুরকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন পৌর বিএনপির আহ্বায়ক ও আহত আজাদের ভাই আব্দুর রাজ্জাক। গ্রেপ্তার হাফিজুরকে আদালতের মাধ্যমে শনিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
শুক্রবার দুপুরে জুমার পর থানার গেটের সামনে দাড়িয়ে ছিলেন বিএনপি নেতা আজাদ। এ সময় তার ওপরে হামলার ঘটনার ঘটে। চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলে শেষে শনিবার দুপুরে উল্লাপাড়ায় শহীদ মিনার চত্বরে সমাবেশ করেন তারা। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি সমর্থক সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি, জেলা বিএনপিরসহ সভাপতি কে এম শরফউদ্দিন মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ব এনপ র র ঘটন
এছাড়াও পড়ুন:
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া রিংটেইল লেমুর উদ্ধার, গ্রেপ্তার ১
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি রিংটেইল লেমুরের মধ্যে একটি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর শ্যামবাজার এলাকা থেকে খাঁচাবন্দি অবস্থায় প্রাণীটি উদ্ধার হয়। এ ঘটনায় দেলোয়ার হোসেন তওসীফ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর।
দীপংকর বর জানান, চুরি হওয়া তিনটি আফ্রিকান রিংটেইল লেমুরের মধ্যে একটি রাজধানীর শ্যামবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বাকি দুটি উদ্ধারে অভিযান চলছে।
আরো পড়ুন:
লক্ষ্মীপুরে ৫ সাবেক জনপ্রতিনিধি গ্রেপ্তার
কভার্ডভ্যান চুরির পর টুকরো টুকরো করেন তারা
গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোসেন তওসীফ শেরপুর সদর উপজেলার চরখারচর সাতানীপাড়া গ্রামের বাসিন্দা। তাকে জামালপুর থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টায় শ্যামবাজার মসজিদের পাশে একটি নির্জন জায়গা থেকে লেমুরটি উদ্ধার হয়।
গত ২৩ মার্চ গাজীপুর সাফারি পার্কের লামচিতা বেষ্টনী-১ এর নেট কেটে দুইটি পুরুষ ও একটি স্ত্রী রিংটেইল লেমুর চুরি হয়। প্রাণীগুলো আন্তর্জাতিকভাবে বিপন্ন তালিকাভুক্ত। গত ৭ এপ্রিল এ ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় মামলা হয়।
ঢাকা/রফিক/মাসুদ