রাজশাহীতে সোনালী ব্যাংক পিএলসির বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) নগরীর একটি কনভেনশন হলে দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) মো.

শওকত আলী খান।

সম্মেলনে সভাপতিত্ব করেন জিএম অফিস রাজশাহীর জেনারেল ম্যানেজার (জিএম) খোকন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নূরুন নবী এবং জিএম অফিস বগুড়ার জিএম মো. রশিদুল ইসলাম।

জিএম অফিস রাজশাহী ও বগুড়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে উক্ত দুই অঞ্চলের আওতাধীন প্রিন্সিপাল অফিস, কর্পোরেট শাখাসমূহের প্রধান এবং প্রিন্সিপাল অফিসের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

সম্মেলনে ব্যাংকের চলমান কার্যক্রম, আর্থিক লক্ষ্যমাত্রা, গ্রাহকসেবা উন্নয়ন ও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম প্রসারে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের পারফরম্যান্স মূল্যায়ন, দক্ষতা বৃদ্ধির উপায় ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে নানা দিকনির্দেশনা প্রদান করেন অতিথিরা।

ঢাকা/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবস

এছাড়াও পড়ুন:

সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটে  ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত যুবকের নাম মো. শহিদ আহমদ চৌধুরী। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।

সিলেট কোতোয়ালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, “আজ বিকেলে একটি মোটরসাইকেলে শহিদ চৌহাট্টা থেকে নয়াসড়কের দিকে যাচ্ছিল। চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শহিদ মারা যান।”

আরো পড়ুন:

বাগেরহাটে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত

গাজীপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

তিনি আরো বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক। মারা যাওয়া যুবকের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঢাকা/নূর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ