বাংলাবান্ধায় হচ্ছে দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগস্ট্যান্ড
Published: 19th, April 2025 GMT
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে নির্মাণ করা হচ্ছে দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগস্ট্যান্ড। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এই ফ্ল্যাগস্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু, জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাবান্ধা জিরো পয়েন্ট সংলগ্ন ভারতীয় প্রান্তে প্রায় ১০০ ফুট উচ্চতার একটি ফ্ল্যাগস্ট্যান্ড রয়েছে। সেখানে সারাক্ষণ ভারতীয় পতাকা উড়ানো হয়। বাংলাদেশ প্রান্তে বড় কোনো ফ্ল্যাগস্ট্যান্ড ছিল না। স্থানীয়দের দাবি ছিল, বাংলাদেশ প্রান্তেও যেনো ভারতের চেয়ে উঁচু ফ্ল্যাগস্ট্যান্ড স্থাপন করে বাংলাদেশের জাতীয় পতাকা উড়ানো হয়। সেই দাবির প্রেক্ষিতেই, এটি বাস্তবায়ন হচ্ছে। এই ফ্ল্যাগস্ট্যান্ডটির উচ্চতা হবে ১৪০ ফুট, যা দেশের মধ্যে সবচেয়ে উঁচু ফ্ল্যাগস্ট্যান্ড।
পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী বলেন, “বাংলাদেশের অপর প্রান্তে ভারত। তারা উঁচু স্ট্যান্ডে সারাক্ষণ ভারতীয় পতাকা উড়ায়। পঞ্চগড়ের মানুষের দাবি ছিল, বাংলাবান্ধা সীমান্তে যেন ভারতের চেয়েও উঁচু ফ্ল্যাগস্ট্যান্ড করা হয়, যেখানে উড়বে আমাদের জাতীয় পতাকা। ফ্ল্যাগস্ট্যান্ডটি বাস্তবায়ন হলে পঞ্চগড়ের মানুষের দাবি পূরণ হবে।”
ঢাকা/নাঈম/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম মো. শহিদ আহমদ চৌধুরী। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।
সিলেট কোতোয়ালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, “আজ বিকেলে একটি মোটরসাইকেলে শহিদ চৌহাট্টা থেকে নয়াসড়কের দিকে যাচ্ছিল। চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শহিদ মারা যান।”
আরো পড়ুন:
বাগেরহাটে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত
গাজীপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
তিনি আরো বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক। মারা যাওয়া যুবকের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঢাকা/নূর/মাসুদ