ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসের ছাদ উড়ে যাওয়া আলোচিত যাত্রীবাহী বাসটির গন্তব্য ছিল বরগুনার পাথরঘাটায়। ছাদ উড়ে যাওয়ার পর বেপরোয়া গতির বাসটি প্রায় ছয় কিলোমিটার চালিয়ে নিয়ে যাওয়া সেই বাসটির চালক ছিলেন শহিদুল ইসলাম।

বাসটির ছাদ উড়ে যাওয়ার পরও বাসটি কেন ছয় কিলোমিটার চালিয়ে নিয়ে গিয়েছিলেন চালক—এমন প্রশ্ন বেশ আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ সর্বত্র। আজ শনিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে বাসটির টিকিট কাউন্টার কোথায়, জানতে চাইলে অন্য বাসের কাউন্টারের দায়িত্বপ্রাপ্তরা বলছিলেন—ওই যে ছাদ খোলা গাড়ি!

বরিশাল বাস টার্মিনালে কোথাও এই বাস কোম্পানির টিকিট কাউন্টার খুঁজে পাওয়া গেল না। পরে বরিশাল বাসমালিক গ্রুপের কার্যালয়ে গিয়ে জানা গেল, এই বাস কোম্পানির কোনো কাউন্টার এখানে নেই। এই কোম্পানির পাঁচটি বাস ঢাকা থেকে বরিশাল, ঝালকাঠি হয়ে বরগুনার পাথরঘাটায় চলাচল করে।

আরও পড়ুনদুর্ঘটনায় ছাদ উড়ে যাওয়া বাস ৬ কিলোমিটার নিয়ে গেলেন চালক, যাত্রীদের চিৎকার২০ ঘণ্টা আগে

বাসটি কেন ছাদ উড়ে যাওয়ার পরও ছয় কিলোমিটার চালিয়ে নিয়ে যাওয়া হলো, এর পেছনের রহস্য কী—এই প্রশ্ন ছিল মালিক গ্রুপের নেতাদের কাছে। সংগঠনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ও যুগ্ম সম্পাদক মো.

জগলুল ফারুক বাসটির বিষয়ে খোঁজ নিয়েছেন বলে প্রথম আলোক জানান।

জগলুল ফারুক বলেন, ‘আমি চালকদের সঙ্গে কথা বলে যত দূর জানতে পেরেছি, তা হলো—বাসটির ব্রেকের পাইপ ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। এ জন্য গতি নিয়ন্ত্রণের জন্য বাসটি ছয় কিলোমিটার চালিয়ে নিয়ে গেছেন। আর এতে যাত্রীরা সবাই অক্ষত অবস্থায় আছেন।’

কিন্তু কয়েকজন চালক এমন কথার যুক্তি নেই বলে মন্তব্য করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা-বরিশাল পথে চলাচলকারী একটি বাসের চালক প্রথম আলোকে বলেন, ব্রেক ফেল হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে নিশ্চিত। কিন্তু এখানে তা হয়নি। মূলত চালক ভয়ের কারণে এতটা পথ বেপরোয়াভাবে চালিয়ে এসেছেন। কারণ, বাসটির পেছনে সেনাবাহিনীর গাড়ি ছিল এবং হাইওয়ে পুলিশ ছিল কাছাকাছি।

ঢাকার সায়েদাবাদে বাসটির টিকিট কাউন্টারে ওই দিন দায়িত্বে ছিলেন মো. সাইফুল। তিনি বলেন, তাঁরা যাত্রীর নাম ও মুঠোফোন নম্বর টিকিটে লিখে দেন। কোনো খাতায় তা লিবিবদ্ধ করেন না।

ওই চালকের কথার সূত্র ধরে পাথরঘাটায় বাসটির টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, বাসটি ঢাকা থেকে ছেড়ে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটায় পাথরঘাটায় পৌঁছানোর কথা। কিন্তু পথে দুর্ঘটনার কবলে পড়ে। তবে মিজানুর রহমানের কাছে ওই বাসে থাকা যাত্রীদের কোনো নাম, মুঠোফোন নম্বর পাওয়া যায়নি। এমনকি তাঁরা এসব বিবরণী রাখেনও না।

ঢাকার সায়েদাবাদে বাসটির টিকিট কাউন্টারে ওই দিন দায়িত্বে ছিলেন মো. সাইফুল। তিনি যাত্রীদের নাম–ঠিকানা দিতে পারেননি। কার সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যাবে, প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁরা যাত্রীর নাম ও মুঠোফোন নম্বর টিকিটে লিখে দেন। কোনো খাতায় তা লিবিবদ্ধ করেন না। বাসটির চালক শহিদুলের মুঠোফোন নম্বর চাইলে তাঁরা দিতে পারেননি।

পরে বিকল্প চেষ্টায় বেলা পৌনে দুইটার দিকে শহিদুলকে পাওয়া গেল। পরিচয় শুনে শহিদুল বলেন, তিনি খুবই ক্লান্ত। তাঁর কথা বলার মতো শক্তি নেই। কেন বাসটি এতটা পথ তিনি বেপরোয়াভাবে চালিয়ে নিয়ে গেলেন, জানতে চাইলে তিনি বলেন, ওই অবস্থায় গাড়ি থামানোর কোনো পরিস্থিতি ছিল না। তিনি পরিস্থিতিতে অনেকটা হতভম্ব হয়ে যান। ভেতরে আতঙ্ক কাজ করছিল। তিনি কখনো এমন অবস্থার মুখোমুখি হননি। কীভাবে কী করেছেন, বলতে পারবেন না। দুর্ঘটনা কীভাবে হলো—এই প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, এক্সপ্রেসওয়েতে উল্টো পথ (রং সাইড) দিয়ে হঠাৎ একটি প্রাইভেট কার এসে পড়ে। সেটাকে সাইড দিতে গিয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এরপর তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আর চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর সায়েদাবাদ থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে বাসটি ছাড়ে। ঘণ্টাখানেক পর বাসটি ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ওঠে। বাসটি মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারখোলা সেতুতে উঠলে একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তখনই বাসের ছাদ সামনে থেকে ভেঙে পেছনে গিয়ে আটকে থাকে। চালক বাসটি না থামিয়ে আরও দ্রুতগতিতে চালাতে থাকেন। পরে বাসটি ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে সমষপুরে গেলে ছাদটি উড়ে পড়ে যায়। এ সময় একটি প্রাইভেট কারকেও ধাক্কা দেয় বাসটি। যাত্রীসহ ছাদবিহীন বাস চালিয়ে যেতে থাকেন চালক। সমষপুর অতিক্রম করে আরও একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয় বাসটি।

দুর্ঘটনায় ছাদ উড়ে যাওয়া বাস। শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগরের হাসাড়া এলাকায়

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প থরঘ ট য় দ র ঘটন বর শ ল ছয় ক ল

এছাড়াও পড়ুন:

সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটে  ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত যুবকের নাম মো. শহিদ আহমদ চৌধুরী। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।

সিলেট কোতোয়ালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, “আজ বিকেলে একটি মোটরসাইকেলে শহিদ চৌহাট্টা থেকে নয়াসড়কের দিকে যাচ্ছিল। চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শহিদ মারা যান।”

আরো পড়ুন:

বাগেরহাটে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত

গাজীপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

তিনি আরো বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক। মারা যাওয়া যুবকের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঢাকা/নূর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ