কঙ্গোতে নৌকায় আগুন, ১৪৮ জনের মৃত্যু
Published: 19th, April 2025 GMT
কঙ্গো প্রজাতন্ত্রে একটি মোটরচালিত কাঠের নৌকায় আগুন ধরে যাওয়ার পর কমপক্ষে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত কঙ্গো নদীতে থাকা নৌকাটিতে নারী ও শিশুসহ প্রায় ৫০০ যাত্রী বহন করছিল।
কঙ্গোতে নৌকা দুর্ঘটনা খুবই সাধারণ। দেশটির গ্রামগুলোর মধ্যে পরিবহনের প্রধান মাধ্যম হল পুরানো কাঠের নৌকা। এসব নৌকায় প্রায়শই ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী বোঝাই করা হয়।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, কর্মকর্তারা অনুমান করছেন যে এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছে।
এইচবি কঙ্গোলো নামের নৌকাটি মাতানকুমু বন্দর থেকে বোলোম্বা অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করছিল। এমবান্ডাকা শহরের কাছে গেলে নৌকাটিতে আগুন ধরে যায়।
স্কাই নিউজ জানিয়েছে, প্রায় ১০০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় টাউন হলের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অগ্নিদগ্ধ ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে ছাত্র সমন্বয়কদের উপর হামলার ঘটনায় মামলা
চাঁদাবাজ আখ্যা দিয়ে গোপালগঞ্জে ছাত্র সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি-র (গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।
হামলার শিকার জসিম উদ্দিন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ মামলা করেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় শহরের গণপূর্ত অফিসের সামনে চাঁদাবাজ আখ্যা দিয়ে একদল সন্ত্রাসী তাদের ক্যাম্পাসের ভিতরে থাকার কথা বলে হামলা চালায়। এ সময় তাদের উপর হামলে পড়ে কিল-ঘুষি, লাথি দেয়। পরে ওই দুই সমন্বয়ককে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আরো পড়ুন:
গোপালগঞ্জে গোবিপ্রবির ছাত্র অধিকার পরিষদের ২ নেতাকে মারধর
মধ্যরাতে কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়িতে গুলি
সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা/বাদল/বকুল