নিয়োগের দুই দিনের মাথায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আবু আবিদের নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১৫ এপ্রিল মুহাম্মদ আবু আবিদ নামের একজনকে খণ্ডকালীন অবৈতনিক মুখপাত্র নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। কিন্তু ১৭ এপ্রিল তারিখের পৃথক আরেকটি আদেশে বলা হয়, মুহাম্মদ আবু আবিদের খণ্ডকালীন নিয়োগ আদেশটি বাতিল করা হলো।

কী কারণে এই নিয়োগ বাতিল করা হয়েছে, তা বলেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এই নিয়োগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছিল।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জে ছাত্র সমন্বয়কদের উপর হামলার ঘটনায় মামলা

চাঁদাবাজ আখ্যা দিয়ে গোপালগঞ্জে ছাত্র সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি-র (গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। 

হামলার শিকার জসিম উদ্দিন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ মামলা করেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় শহরের গণপূর্ত অফিসের সামনে চাঁদাবাজ আখ্যা দিয়ে একদল সন্ত্রাসী তাদের ক্যাম্পাসের ভিতরে থাকার কথা বলে হামলা চালায়। এ সময় তাদের উপর হামলে পড়ে কিল-ঘুষি, লাথি দেয়। পরে ওই দুই সমন্বয়ককে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন:

গোপালগঞ্জে গোবিপ্রবির ছাত্র অধিকার পরিষদের ২ নেতাকে মারধর

মধ্যরাতে কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়িতে গুলি

সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি। 
 

ঢাকা/বাদল/বকুল

সম্পর্কিত নিবন্ধ