ঢাকার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৬
Published: 19th, April 2025 GMT
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার অভিযান চালিয়ে আওয়ামী লীগ, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের ছয়জন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন, পল্লবী থানা ছাত্রলীগের ৫ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন হোসেন, ঢাকার ৫৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সহসভাপতি শেখ মো.
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল্লবী থানার বাউনিয়া এলাকা থেকে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবির মিরপুর বিভাগের একটি দল।
অন্যদিকে মহানগর গোয়েন্দা সাইবার বিভাগের একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ডিবির ওয়ারি বিভাগের একটি দল কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকা থেকে শেখ মো. সোহেলকে গ্রেপ্তার করেছে।
ডিবির সাইবার বিভাগের একটি দলের হাতে রাজধানীর মধ্য বাড্ডা থেকে গ্রেপ্তার হয়েছেন সোহেল রানা ও মোহাম্মদ ইয়ামিন। আর শাহ আলী এলাকা থেকে আবুল বাশার খান গ্রেপ্তার হয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে মামলা রয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর ছ ব ভ গ র একট
এছাড়াও পড়ুন:
মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের (বিএসওএম) ২০২৫-২৬ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালীব রাব্বি ও সাধারণ সম্পাদক এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী সায়েদা তাসমিমা হুসেইন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিএসওএমের উপদেষ্টা পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি ঘোষণা করা হয়।
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের (বিএসওএম) ২০২৫-২৬ সালের নতুন কমিটি গঠিত হয়েছে।কমিটির অপর সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি (এপিইউ) মাহফুজুর রহমান সিফাত, সহসভাপতি মোহাম্মাদ রিয়াদ হোসেন, (সিটি ইউনিভার্সিটি), জয়েন্ট সেক্রেটারি মেহেদী হাসান জ্যাক (ইউসিএমআই) আদিবা আহমেদ (ইউপিএম), সাংগঠনিক সম্পাদক (এপিইউ) তাসবীর হোসাইন দীপ্ত, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমএমইউর ফাহাদ বিন জাহেদ, অর্থ সম্পাদক (ইউএমকেএল) নুরে আলম শুভ সেগী, শিক্ষাবিষয়ক সম্পাদক ইমরান হোসাইন, যুগ্ম শিক্ষাবিষয়ক সম্পাদক ইলা আকতার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইয়েরা জামান, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি সাওন আহমেদ, যুগ্ম মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি রাকিবুল হারিস, ক্রীড়া সম্পাদক জামানুল ইসলাম, যুগ্ম ক্রীড়া সম্পাদক সাব্বির, সাংস্কৃতিক সম্পাদক আমানুল্লাহ রাজ, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক সাবরিনা সুচনা, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক জারিন তাসনীম, পি অ্যান্ড আর সম্পাদক সুমাইয়া আকতার ও ধর্মবিষয়ক সম্পাদক শরীয়তুল্লাহ।
নবনির্বাচিত সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি জানান, মালয়েশিয়া অধ্যয়নরত ৩৪ ইউনিভার্সিটি থেকে কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
সভাপতি আসাদুল্লাহ আল গালীব বলেন, ‘আমরা এই দায়িত্বকে সম্মানের সঙ্গে গ্রহণ করছি। আশা করি, এর মধ্য দিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা আরও সুসংগঠিত, সহায়ক ও ঐক্যবদ্ধ হবেন। পাশাপাশি বিশ্বের দরবারে ব্র্যান্ডিং বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশকে আরও এগিয়ে নিয়ে যাব।’
সাধারণ সম্পাদক সায়েদা তাসমিয়া হুসেইন বলেন, এই কমিটির প্রতিটি সদস্য শুধু নেতৃত্ব দিতে নয়; বরং কিছু নতুন সৃষ্টি ও ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে। সামনের দিনগুলোতে আমরা আরও ইভেন্ট, নতুন মিডিয়া ইনিশিয়েটিভ এবং স্টুডেন্ট ব্র্যান্ডিংয়ে ফোকাস করব—যাতে সবাই নিজের পরিচয় নিয়ে গর্ব করতে পারে।
২০১৪ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের (বিএসওএম)।