যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Published: 19th, April 2025 GMT
রাজধানীর যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড এবং কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত সড়কে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শনিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অভিযানে অংশ নেয় ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৬০০ পরিচ্ছন্নতাকর্মী। অভিযানটি পরিচালিত হয় ডিএসসিসির প্রশাসক মো.
অভিযানের আওতায় যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক এবং যাত্রাবাড়ী থেকে কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত মহাসড়ক ও আইল্যান্ডে জমে থাকা দীর্ঘদিনের বর্জ্য অপসারণ করা হয়।
সাংবাদিকদের ব্রিফিংকালে প্রশাসক শাহজাহান মিয়া জানান, মহাসড়ক ও আইল্যান্ডে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা বায়ুদূষণসহ পরিবেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। মহাসড়কটি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতাভুক্ত হওয়ায় সেখানে ডিএসসিসির নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের সুযোগ নেই। তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কের ময়লা পরিষ্কারের ফলে পরিবেশ দূষণ কমবে এবং সড়ক ব্যবহারকারীরা স্বাস্থ্যগত ঝুঁকি থেকে রক্ষা পাবেন।’
আসন্ন বর্ষা মৌসুমের প্রস্তুতি প্রসঙ্গে প্রশাসক জানান, জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার ও ড্রেন পরিস্কার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া ২৩ এপ্রিল থেকে খাল ও ড্রেন উদ্ধার এবং পরিস্কারে বিশেষ অভিযান শুরু হবে বলে জানান তিনি। ডেঙ্গু মৌসুম মোকাবিলায় মশক কর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে এবং প্রতিটি ওয়ার্ডে নিয়মিতভাবে লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম চালানো হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীর সচেতনতা ও সহযোগিতাও কামনা করেন তিনি।
পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা/আসাদ/এনএইচ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ইনব র ড ড এসস স র
এছাড়াও পড়ুন:
হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হাসিবুলের বাড়িতে জামায়াতের আমির, চাইলেন বিচার
মনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হাসিবুল ইসলামের বাড়িতে গিয়ে স্বজনদের সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শনিবার দুপুরে তিনি হাতীবান্ধার মধ্য সিঙ্গিমারী গ্রামে হাসিবুলের বাড়িতে যান। এ সময় হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি হাসিবুলের স্বজনদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।
গত বুধবার দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর মেইন পিলালের সাব ৬ এস পিলার–লাগোয়া এলাকায় বিএসএফের গুলিতে আহত হন হাসিবুল। গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফের সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। বুধবার রাতে ভারতের কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর বৃহস্পতিবার রাতে বিজিবি ও পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে বিএসএফ। হাসিবুল সিঙ্গিমারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
নিহত হাসিবুলের পরিবার ও এলাকাবাসীর ভাষ্য, ভারতের সীমান্ত–লাগোয়া জমিতে হাসিবুলসহ কয়েকজন বাংলাদেশি ঘাস কাটতে গিয়েছিলেন। তখন বিএসএফের ফুলবাড়ী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে হাসিবুল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিএসএফ আহত অবস্থায় তাঁকে ধরে নিয়ে যায়।
আজ হাসিবুলের বাড়িতে গিয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা এই ঘটনার নিন্দা জানাই, এটার বিচার চাই। ভারত বলে, তারা আমাদের বন্ধু দেশ। ফেলানীর বিচার এখনো পেলাম না। অসংখ্য সীমান্ত হত্যার বিচার পাইনি। ভারতের কাছে আহ্বান জানাব, অন্তত এই বিচারটা করে প্রমাণ করেন, আপনারা আমাদের বন্ধু। বন্ধুত্বের জন্য ভালোবাসা বিনিময় করতে হয়, দায়িত্ব নিতে হয়।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘হত্যাকাণ্ড হয়েছে এ দেশের মাটিতে আর লাশ নিয়ে গেছে ভারতে, এর বিচার হতে হবে বাংলাদেশে। এ হত্যাকাণ্ডের বিচারের জন্য উদ্যোগ নিন। ভারতকে বলেন, সৎ ইচ্ছা নিয়ে সহযোগিতা করুন।’ এ সময় ভারতের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যত এগিয়ে আসবেন, আমরাও তত আপনাদের দিকে এগিয়ে যাব। এই জাতি বন্ধুত্বের মর্যাদা দিতে জানে। আমরা প্রমাণ করব, আমরা মর্যাদা দিতে জানি।’ নিহতের পরিবারকে এ ব্যাপারে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে আছি।’
আরও পড়ুনহাতীবান্ধা সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি তরুণের লাশ ফেরত দিয়েছে বিএসএফ১৮ এপ্রিল ২০২৫