রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের প্রথম শিফটের তিনটি প্রশ্নে ভুল পাওয়া গেছে।
তবে প্রশ্নে ভুল প্রমাণিত হলে প্রত্যেক পরীক্ষার্থীকে নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন রাবি উপ-উপাচার্য ফরিদ খান।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত শিফটের পরীক্ষায় সেট-৩ এর বাংলা অংশে ১৩, ১৬ ও ২৩ নম্বর এ ভুল লক্ষ্য করা গেছে।
আরো পড়ুন:
রাবিতে সিন্ডিকেট থেকে আওয়ামীপন্থি শিক্ষকদের অপসারণের দাবি
রাকসুর গঠনতন্ত্র অনুমোদন করে নির্বাচন কমিশন গঠন
প্রশ্নপত্রে দেখা যায়, ১৩ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘দিলদরিয়া’ কোন সমাস? যার সঠিক উত্তর হবে- রূপক কর্মধারয় সমাস। কিন্তু প্রশ্নপত্রে প্রদত্ত চারটি অপশনের কোনোটিতেই সঠিক উত্তর দেওয়া নেই।
এরপর ১৬ নম্বর প্রশ্নে ‘আন্না’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়। যার সঠিক উত্তর হবে- ‘আর+ না’। তবে ‘খ’ অপশনে ‘আব+না’ থাকলেও সঠিক উত্তর পাওয়া যায়নি। এদিকে অপশনটি সঠিক উত্তরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় ভুল উত্তর করেছেন বলে জানান পরীক্ষার্থীরা।
২৩ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়, নিচের কোন গুচ্ছ ‘অমোঘ-মহাপ্রাণ’ ধ্বনি। তবে বাংলা ব্যকরণে ‘অমোঘ-মহাপ্রাণ’ বলতে কোন কিছুর অস্তিত্ব পাওয়া যায় না। এটি হওয়ার কথা ‘অঘোষ মহাপ্রাণ’।
রাবি কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন জানান, প্রশ্নপত্রে কোনো ভুল নেই। সবগুলো প্রশ্নে সঠিক উত্তর দেওয়া আছে।
তবে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শাহিদ ইকবাল জানান, প্রশ্নপত্রের এই তিনটি প্রশ্নে ভুল রয়েছে। পাশাপাশি অমোঘ-মহাপ্রাণ বলে কোনো শব্দ বাংলা ব্যকরণে নেই।
রাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান জানান, ভুল হয়ে থাকলে সেটি অনাকাঙ্ক্ষিত। যদি ভুল প্রমাণিত হয়, তাহলে প্রত্যেক পরীক্ষার্থীকে এই তিনটি প্রশ্নের নম্বর প্রদান করা হবে।
ঢাকা/ফাহিম/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও
অবশেষে তাহলে রহস্য কাটল!
অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!
আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।
২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।
মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন