ঝটিকা মিছিলের মধ্যে ফ্যাসিবাদ লুকায়িত : এ্যানি
Published: 19th, April 2025 GMT
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘‘যারা এখন ঝটিকা মিছিল করছে, তাদের হালকাভাবে নিলে হবে না। তারা ঝটিকা মিছিলের মাধ্যমে হুংকার দিতে চাচ্ছে। ঝটিকা মিছিলের মধ্যে ফ্যাসিবাদ লুকায়িত আছে। ঝটিকা মিছিলের মধ্যে লুট হওয়া অস্ত্র লুকায়িত আছে। সুতরাং তাদের সুযোগ দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।’’
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোডস্থ বশির ভিলায় যুদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘‘লুট হওয়া অস্ত্র ও ফ্যাদিবাদের কাছে থাকা অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি। এ সব অস্ত্র উদ্ধার করা না হলে তা আবার আমার আপনার বিরুদ্ধে ব্যবহার হবে। তাই দ্রুত সময়ের মধ্যে অস্ত্র উদ্ধার করতে হবে। এইটা আমাদের দাবি।’’
আরো পড়ুন:
বিএনপি নেতাকে হাতুড়িপেটার অভিযোগ শিবিরের বিরুদ্ধে
মধ্যরাতে কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়িতে গুলি
লক্ষ্মীপুর পৌরসভা, সদর (পূর্ব) ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীদের নিয়ে প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
এ প্রতিনিধি সভায় এ্যানি বলেন, ‘‘বিচার প্রক্রিয়া এখনো দৃশ্যমান না। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হওয়ায় ফ্যাসিবাদ সুযোগ নিচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হাসিনার বিচার প্রক্রিয়া দৃশ্যমান করতে হবে। হাসিনার দুঃশাসন, দুর্নীতির সঙ্গে যারাই জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার প্রক্রিয়া দ্রুত দৃশ্যমাম করতে হবে।’’
এ্যানি বলেন, ‘‘একদলীয় শাসনের কারণে শেখ হাসিনা পালিয়ে গেছেন। বিএনপি কখনো একদলীয় শাসন কায়েম করেনি। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের শাসনে বিশ্বাসী। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। সেখানে বলা আছে, বিএনপি এককভাবে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না। আমরা সবাইকে নিয়ে একটি ঐক্যমতের সরকার গঠন করবো। আমরা আশা করি, আগামী দিনে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে।’’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান।
চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যার সভাপতিত্বে ও সদর উপজেলার যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ প্রমুখ।
ঢাকা/লিটন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম নগরে প্রকাশ্যে অস্ত্র হাতে একদল যুবকের দৌড়াদৌড়ি
চট্টগ্রাম নগরে জায়গা দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্র হাতে একদল যুবকের দৌড়াদৌড়ির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল বুধবার বিকেলে নগরের বায়েজিদ বোস্তামী থানার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
ছড়িয়ে পড়া ভিডিওটি ঘটনাস্থলের ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরায় ধারণ করা। ভিডিওতে দেখা গেছে, সাত থেকে আটজন যুবক দৌড়াদৌড়ি করছেন। এর মধ্যে পিস্তল হাতে ছিলেন দুজন এবং একজনের হাতে রয়েছে শটগান।
পুলিশ ও স্থানীয় সূত্র যুবকদের মধ্যে কয়েকজনের পরিচয় নিশ্চিত করেছে। তাঁরা হলেন স্থানীয় মো. দেলু, মো. জহির, টিপু তালুকদার, মো. উজ্জ্বল, হাসান সাগর ও মো. করিম। এর মধ্যে হাসান সাগর ও টিপু তালুকদারের হাতে পিস্তল এবং শটগান হাতে মো. করিম দৌড়াচ্ছেন। তাঁরা সবাই ‘সন্ত্রাসী’ সাইফুল আলমের অনুসারী হিসেবে পরিচিত। তবে সাইফুলকে মুঠোফোনে পাওয়া যায়নি। তাঁর ভাই সবুজ বলেন, ওই ঘটনার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। সব ষড়যন্ত্র।
ঘটনার ভুক্তভোগী মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার একটি জায়গা ইলিয়াস নামের একজন এত দিন দখল করে রেখেছিলেন। জায়গা ছেড়ে দেওয়ার জন্য তাঁকে আড়াই লাখ দেওয়ার পর এখন আরও আড়াই লাখ টাকা দাবি করছেন। সরকার পতনের পর ইলিয়াস সরে গেলেও “সন্ত্রাসী” সাইফুল আলমের অনুসারীরা তা দখল করতে আসেন। ওই সময় তাঁদের প্রতিরোধ করতে আসেন ইলিয়াসের লোকজন।’
মনির হোসেন আরও বলেন, ‘ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। এর আগে সন্ত্রাসীরা চলে যান। ঘটনার পর থেকে আতঙ্কে আছি।’
জানতে চাইলে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েও কাউকে পায়নি। ঘটনায় জড়িত ব৵ক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে থানায় কোনো অভিযোগ করেননি ভুক্তভোগী।