নিশোর যে অভিনয় ‘অন্য লেভেলের’ বললেন মেহজাবীন
Published: 19th, April 2025 GMT
এবার ঈদে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। তার মধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে আফরান নিশোর ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত এই ছবিটি নিয়ে এখনও দর্শক উন্মাদনাও কম নয়। এরই মধ্যে সিনেমা দেশ জয় করে এখন বিশ্বমঞ্চে পৌঁছেছে। আবেগ ও পারিবারিক বন্ধনে ভরপুর ছবিটির বড় শক্তি শিল্পীদের অভিনয় বলে মনে করেন ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
সম্প্রতি প্রেক্ষাগৃহে ‘দাগি’ সিনেমা দেখে সামাজিক মাধ্যমে অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। সঙ্গে আপ্লুত হয়ে সিনেমার মূল কলাকুশলীদের প্রশংসাও করেন এই অভিনেত্রী।
মেহজাবীন লিখেছেন, ‘আফরান নিশো, কী অসাধারণ অভিনেতা! তিনি শুধু অভিনয়ই করেন না, নিজেই চরিত্র হয়ে ওঠেন। তিনি নিশানের চরিত্রে এতটাই আবেগ এনেছেন যে আপনি তার অসহায়ত্বের প্রতিটি অংশ অনুভব না করে থাকতে পারবেন না। নিশো ভাইয়া সবসময়ই দুর্দান্ত বটে, কিন্তু এই অভিনয় ছিল অন্য লেভেলের। এমন পরিবর্তনে আমি গর্বিত না হয়ে পারছি না।’
মেহজাবীন লেখেন, ‘তমা মির্জার অভিনয়ে একটি নীরব শক্তি রয়েছে, যা আকর্ষণ করে। তমা সবসময় শান্ত ও ধারাবাহিকতার সঙ্গে থাকে। তার উপস্থিতি সেখানকার প্রতিটি দৃশ্যকে ভারী করে তুলেছে, সূক্ষ্মভাবে দর্শকদের মনোযোগ ধরে রেখেছে।’
সুনেরাহ প্রসঙ্গে মেহজাবীন লেখেন, ‘ছবিতে তাজা বাতাসের শ্বাস, অনায়াসে মনোমুগ্ধকর। আমি সত্যিই তার চরিত্রটির জন্য নিজেকে আগ্রহী করে তুলেছি।’
সব শেষে মেহজাবীন লেখেন, ‘দাগি শুধু একটি ছবি নয়; এটি একটি অভিজ্ঞতা। এটি এমন এক ধরণের সিনেমা যা আপনাকে গল্প বলার গুরুত্বকে মনে করিয়ে দেবে; যাতে রয়েছে শক্তিশালী প্লট, নানা চরিত্র এবং দুর্দান্ত অভিনয়। যদি আবেগে জড়িয়ে আপনার হৃদয়কে নাড়া দিতে চান, তাহলে হলগুলোতে যান এবং দাগি দেখুন।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: আফর ন ন শ ম হজ ব ন চ ধ র ম হজ ব ন ল খ
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে ছাত্র সমন্বয়কদের উপর হামলার ঘটনায় মামলা
চাঁদাবাজ আখ্যা দিয়ে গোপালগঞ্জে ছাত্র সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি-র (গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।
হামলার শিকার জসিম উদ্দিন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ মামলা করেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় শহরের গণপূর্ত অফিসের সামনে চাঁদাবাজ আখ্যা দিয়ে একদল সন্ত্রাসী তাদের ক্যাম্পাসের ভিতরে থাকার কথা বলে হামলা চালায়। এ সময় তাদের উপর হামলে পড়ে কিল-ঘুষি, লাথি দেয়। পরে ওই দুই সমন্বয়ককে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আরো পড়ুন:
গোপালগঞ্জে গোবিপ্রবির ছাত্র অধিকার পরিষদের ২ নেতাকে মারধর
মধ্যরাতে কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়িতে গুলি
সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা/বাদল/বকুল