সুনামগঞ্জে কথায় ও গানে অকালপ্রয়াত পাগল হাসানকে স্মরণ
Published: 19th, April 2025 GMT
বাঁশের খুঁটি ও ছনের তৈরি দোচালা ঘর আর খোলা প্রান্তরে শত শত মানুষ—সবাই এসেছেন সংগীতশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানকে স্মরণ করতে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চ ‘পাগল হাসান কুঞ্জে’ অনুষ্ঠিত হয় এ আয়োজন।
অনুষ্ঠানের শুরুতে পাগল হাসানকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর সুনামগঞ্জের শিল্পীরা পরিবেশন করেন তাঁর ‘কার আসমানে উড়রে আমার মন পিঞ্জিরার পাখি’, ‘মানুষ মইরা গেলে কদর বাইড়া যায়’, ‘ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ’সহ আরও অনেক জনপ্রিয় গান।
আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। সভা সঞ্চালনা করেন নাট্যজন দেওয়ান গিয়াস চৌধুরী। বক্তব্য দেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক, বংশীবাদক কুতুব উদ্দিন, সাংবাদিক লতিফুর রহমান, পাগল হাসানের ঘনিষ্ঠ বন্ধু ও সুনামগঞ্জ কালচার ফোরামের সদস্যরা।
আলোচনায় বক্তারা বলেন, সুনামগঞ্জে অনেক বিখ্যাত বাউল-সাধকদের জন্ম। পাগল হাসান তাঁদের যোগ্য উত্তরসূরি ছিলেন। মরমি ভাবধারার অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও শিল্পী তিনি। তাঁর গানগুলো ধরে রাখতে হবে। তিনি তাঁর সৃষ্টি, গানের মাধ্যমেই মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
২০২৩ সালের ১৮ এপ্রিল মাত্র ৩৩ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা যান পাগল হাসান। তাঁর স্মরণে ছাতকের বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন হয়। দুর্ঘটনাস্থলে নির্মিত ‘পাগল হাসান চত্বরে’ আজ শনিবার অনুষ্ঠিত হবে স্মরণোৎসব। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। হাসানের সঙ্গে তাঁর ছিল ব্যক্তিগত সখ্য।
ছাতকের শিমুলতলা গ্রামের সন্তান হাসান ছোটবেলায় বাবাকে হারিয়ে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হন। গানে ভালোবাসা থেকেই গড়ে তুলেছিলেন নিজস্ব ব্যান্ড ‘পাগল এক্সপ্রেস’। তাঁর গানে ছিল গভীর দুঃখবোধ আর মায়াভরা সুর, যা তাঁকে মানুষের হৃদয়ে অমর করে রাখবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘পুঁটি মাছ কুটতে রাজি না হওয়ায়’ স্ত্রীকে হত্যা করে থানায় স্বামী
প্রতীকী ছবি