বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজের সম্প্রচার নিয়ে বেশ চাপেই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেসরকারি কোনো সম্প্রচার প্রতিষ্ঠান আগ্রহ না দেখানোয় শেষ পর্যন্ত এগিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সিরিজটি বিনামূল্যে সম্প্রচার করবে বিটিভি, শনিবার এক অনুষ্ঠানে এমনটাই নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।  

তিনি বলেন, ‘আমরা কৃতজ্ঞ বিটিভির প্রতি। তাদের ব্যস্ত সময়সূচির মাঝেও সিরিজটি সম্প্রচারে সম্মত হয়েছে তারা। সচিব মহোদয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। যেখানে সাধারণত সময় কিনে সম্প্রচারের সুযোগ নিতে হয়, সেখানে তারা নিজ থেকেই উদারতা দেখিয়ে এগিয়ে এসেছে। এটা আমাদের জন্য বড় সহায়তা।’  

বিসিবি সভাপতির ভাষ্য মতে, সম্প্রচার সত্ত্ব নিয়ে চ্যালেঞ্জ এখন শুধু বাংলাদেশের একার নয়। আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক সংকটে রয়েছে অনেক ক্রিকেট বোর্ড। ফারুক বলেন, ‘এই মুহূর্তে একটু সময় খারাপ যাচ্ছে। আইসিসির ইভেন্ট সম্প্রচারে নিয়োজিত প্রতিষ্ঠান জিও স্টারও এখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। স্পনসরশিপ নিয়ে জটিলতা আছে। সরকার পরিবর্তনের পর আমরা অনেক বিষয় নতুনভাবে সামাল দেওয়ার চেষ্টা করছি।’  

এ সময় তিনি জানান, বিটিভির পাশাপাশি সিরিজের অন্য ম্যাচগুলো বেসরকারি টিভি চ্যানেলেও সম্প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। তার ভাষায়, ‘আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। যদি আরেকটি টিভি চ্যানেল পাই, তাহলে তাতে সম্প্রচারের ব্যবস্থা করব। এই ম্যাচ না হলেও পরের ম্যাচ থেকে অন্তত অন্য কোনো চ্যানেলে দেখানোর চেষ্টা করব।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বন্দরে কিশোরী সেলিনা ৭ দিন ধরে নিখোঁজ  

বন্দরে বাসা থেকে বের হয়ে সেলিনা (১৪)  নামে এক কিশোরী গত ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ সেলিনা বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের কুলচরিত্র এলাকার সেলিম মিয়ার মেয়ে। 

এ ব্যাপারে নিখোঁজ কিশোরী পিতা বাদী হয়ে শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ৯৫৫ তাং- ১৯-৪-২০২৫ইং।

এর আগে গত শনিবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উল্লেখিত নিজ বাসা থেকে হাঁটাহাটি করার জন্য বাসা থেকে বের হয়ে ওই কিশোরী নিখোঁজ হয়।

পুলিশ জিডি পেয়ে নিখোঁজ কিশোরী সন্ধান পাওয়া জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।
 

সম্পর্কিত নিবন্ধ