নির্মাণাধীন ভবনের স্ল্যাব চাপা পড়ে শ্রমিক নিহত
Published: 19th, April 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ভবনের স্ল্যাব চাপা পড়ে রইছ উদ্দিন (৩৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরমী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রইছ উদ্দিন উপজেলার বালিয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, বরমী বাজারের পাশে কাপড় ব্যবসায়ী মো.
আরো পড়ুন:
বাগেরহাটে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত
‘ও’ পজিটিভের বদলে ‘বি’ পজিটিভ রক্ত পুশ, রোগীর মৃত্যু
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/রফিক/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে কিশোরী সেলিনা ৭ দিন ধরে নিখোঁজ
বন্দরে বাসা থেকে বের হয়ে সেলিনা (১৪) নামে এক কিশোরী গত ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ সেলিনা বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের কুলচরিত্র এলাকার সেলিম মিয়ার মেয়ে।
এ ব্যাপারে নিখোঁজ কিশোরী পিতা বাদী হয়ে শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ৯৫৫ তাং- ১৯-৪-২০২৫ইং।
এর আগে গত শনিবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উল্লেখিত নিজ বাসা থেকে হাঁটাহাটি করার জন্য বাসা থেকে বের হয়ে ওই কিশোরী নিখোঁজ হয়।
পুলিশ জিডি পেয়ে নিখোঁজ কিশোরী সন্ধান পাওয়া জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।