দৈনিক ইত্তেফাক ও দৈনিক শীতলক্ষ্যার ফটো সাংবাদিক তাপস সাহার মেজ বোন ডলি রাণী সাহা আর নেই। 

গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২ টায় নিজ বাসভবনে অসুস্থ্য হয়ে পড়লে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি শহরের দেওভোগ আকঁড়া এলাকায় বাসিন্দা ছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, দুই বোন ও ছয় ভাইসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাসদাইর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদকে দুই দিনের কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ ১২ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান প্রথম আলোকে বলেন, দুটি মামলার মধ্যে পুলিশের করা মামলায় দুই ন কারা ফটকে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেছেন আদালত। কারখানার মালিকপক্ষের মামলায় রিমান্ডে আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুনযৌথ বাহিনীর হাতে আটক গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদ কারাগারে২১ ঘণ্টা আগে

এর আগে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বাসা থেকে সেলিম মাহমুদকে আটক করেন যৌথ বাহিনীর সদস্যরা। পরে তাঁকে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়। গত বুধবার রূপগঞ্জের রবিনটেক্স পোশাক কারখানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, মহাসড়ক অবরোধ, সরকারি কাজে বাধা ও পুলিশ-সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। সেলিম মাহমুদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা কমিটির সভাপতিও।

এদিকে গ্রেপ্তার স্বামী সেলিম মাহমুদের জামিন মঞ্জুর না হওয়ায় তাঁর স্ত্রী বীথি মাহমুদ নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন বড় ছেলে ওয়াশি মাহমুদ।

বীথি মাহমুদ প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী সারা জীবন শ্রমিকদের স্বার্থে কাজ করেন। অন্যায়ভাবে তাঁকে তুলে নিয়ে শুধু হয়রানি করার জন্য দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর স্বামী উচ্চ রক্তচাপসহ নানা অসুখে ভুগছেন। অবিলম্বে তাঁর স্বামীর মুক্তির দাবি জানান তিনি।

উল্লেখ্য, ৯ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স বাংলাদেশ লিমিটেডে নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে সেনাবাহিনী-পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হন। ছাঁটাই বন্ধের প্রতিবাদে শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে ওই সংঘর্ষ বাধে। ওই ঘটনায় হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • আড়াইহাজার থানার ওসির ঘুষ গ্রহণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
  • ছোট্ট শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার
  • সিদ্ধিরগঞ্জে বালুর মাঠ থেকে বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার
  • বন্দরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সমাবেশ 
  • দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দক্ষ ও আদর্শবান দায়িত্বশীল তৈরির বিকল্প নেই 
  • শ্রমিক নেতা আব্দুল মোমিন ও আব্দুল মান্নান কে ফুলেল শুভেচ্ছা
  • নারায়ণগঞ্জে ঝুটের গোডাউন ও দোকানে আগুন
  • শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল
  • গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ