মাথা ঘোরা ও শ্বাসকষ্টের কারণ অসুস্থ হয়ে পড়েছেন ভারতীয় বাংলা সিনেমার গুণী পরিচাল সৃজিত মুখোপাধ্যায়। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সৃজিতের অনুরাগীরা। তার আরগ্য কামনা করছে টলিউড।
স্থানীয় গণমাধ্যমের তথ্য, ‘‘হাসপাতালে সৃজিত মুখোপাধ্যায়। ১৮ এপ্রিল রাতে শরীরে অস্বস্তি বোধ করায় তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। মাথা ঘোরার পাশাপাশি শ্বাসকষ্টও হচ্ছিলো এই পরিচালকের। শনিবার সকাল থেকে নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা চলছে। ঠিক কি হয়েছে এখনও জানা যায়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, বিভিন্ন রকম শারীরিক পরীক্ষার ফলাফল হাতে না পেলে বলা যাবে না, পরিচালকের কী হয়েছে!’’
সৃজিতকে আরও দুইদিন হাসপাতালে থাকা লাগতে পারে বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে। তবে তার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘কিলবিল সোসাইটি’। ‘হেমলক সোসাইটি’র এই সিক্যুয়েলে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু অভিনয় করেছে। ইতোমধ্যে প্রশংসা পাচ্ছেন এই সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা।
আরো পড়ুন:
বুবলী সম্পর্কে যা বললেন মিশা সওদাগর
স্ত্রীকে বয়কটের ঘোষণা দিলেন হিরো আলম
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘পুঁটি মাছ কুটতে রাজি না হওয়ায়’ স্ত্রীকে হত্যা করে থানায় স্বামী
প্রতীকী ছবি