Prothomalo:
2025-04-19@15:08:51 GMT

৭ কারণে আলোচনায় ঈদের সিনেমা

Published: 19th, April 2025 GMT

বিষয়বৈচিত্র্য
ব্যাড প্যারেন্টিং নিয়ে বাংলা সিনেমা হচ্ছে! শুনতে অবাক লাগলেও এবার এটিই হয়েছে। ঈদে মুক্তি পাওয়া এম রাহিমের ‘জংলি’র মূল সুর গুড প্যারেন্টিং, ব্যাড প্যারেন্টিং। এবারের ঈদে মুক্তি পাওয়া দুটি সিনেমায় (‘জংলি’ ও ‘দাগি’) এসেছে ‘গুড টাচ, ব্যাড টাচ’ প্রসঙ্গ। খেলোভাবে নয়, বরং নির্মাতারা যথাযথভাবেই শিশুদের গুড টাচ, ব্যাড টাচ নিয়ে বার্তা দিয়েছেন। কেবল প্রেম, অ্যাকশন আর প্রতিশোধ নয়, ঈদের সিনেমাগুলো বিষয়বৈচিত্র্যের কারণে বেশি মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছে। গত ৯ এপ্রিল ঢাকার একটি প্রেক্ষাগৃহে যখন ‘জংলি’ চলছিল, তখন গুড টাচ, ব্যাড টাচ প্রসঙ্গ আসতেই এই প্রতিবেদকের পাশে বসা এক অভিভাবক বলছিলেন, এই বিষয়টা তুলে আনা ভালো হয়েছে। স্ত্রী আর সন্তানকে নিয়েই সিনেমা দেখতে এসেছিলেন এই অভিভাবক।

‘দাগি’ সিনেমার পোস্টারে আফরান নিশো। প্রযোজনা সংস্থার সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘পুঁটি মাছ কুটতে রাজি না হওয়ায়’ স্ত্রীকে হত্যা করে থানায় স্বামী

প্রতীকী ছবি

সম্পর্কিত নিবন্ধ