১২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নালায় পড়ে যাওয়া শিশুটি
Published: 19th, April 2025 GMT
চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে যাওয়া ছয় মাস বয়সী শিশুটিকে ১২ ঘণ্টায়ও উদ্ধার করা যায়নি।
এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কাপাসগোলা নবাব হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নালায় বৃষ্টির পানির তোড়ে শিশুটি হারিয়ে গেছে।
আরো পড়ুন:
স্বেচ্ছাসেবক লীগ নেতার মায়ের কুলখানিতে পুলিশি অভিযান
সিদ্ধিরগঞ্জে বালুর মাঠ থেকে বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। সেই সঙ্গে চসিকের পরিচ্ছন্নতা কর্মীরা নালায় ককসিটসহ বর্জ্য অপসারণ করে নিখোঁজ শিশুটির সন্ধান করছে।
চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন বলেন, ‘‘শুক্রবার সন্ধ্যায় বেশকিছুক্ষণ বৃষ্টি হয়েছে। কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ নালায় পড়ে যায়। রিকশায় ছয় মাস বয়সী শিশুসহ এক নারী যাত্রী ছিলেন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে চালক এবং ওই নারী যাত্রীকে উদ্ধার করেন। তবে, নারীর কোলে থাকা শিশুটি পানির তোড়ে নিখোঁজ রয়েছে।’’
ঢাকা/রেজাউল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
লক্ষ্য তাড়ায় ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ৬২ বল থাকতে ৭ উইকেটে হেরেছে। এতেই সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা শঙ্কায় পড়ে যায় বাংলাদেশের। তবে ওয়েস্ট ইন্ডিজের সামনেও ছিল কঠিন সমীকরণ। ১০.১ ওভারেই থাইল্যান্ডের ১৬৭ রান তাড়া করতে হতো ক্যারিবীয় নারীদের।
ওয়েস্ট ইন্ডিজ সেটা পারেনি। ১০.১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে জয় হতে ১০ রান পিছিয়ে ছিল তারা। এতেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের।
বিস্তারিত আসছে...