বিসিআইসিতে বড় নিয়োগ, পদ ৬৮৯, আবেদন করুন দ্রুত
Published: 19th, April 2025 GMT
বিসিআইসির ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (টিআইসিআই) ব্যবস্থাপনায় প্রশিক্ষণের জন্য ৬৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে। পদের নাম শিক্ষানবিশ গ্রেড-২। এটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। দেশ-বিদেশে ভারী শিল্পপ্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে এ নিয়োগ দেবে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই)। শিক্ষানবিশ গ্রেড-২ পদের নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। ইতিপূর্বে ২২.
পদের নাম ও পদসংখ্যা—
১. শিক্ষানবিশ গ্রেড-২ (অপারেটর)
পদসংখ্যা: ২৪৯ জন
মাসিক ভাতা: উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০/- (তিন হাজার পাঁচ শ)
আবেদনের বয়স: ২৬.০১.২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ২৩ এবং সর্বনিম্ন ১৮ বছর।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (পদার্থবিদ্যা, রসায়ন, গণিত) এবং এইচএসসি (পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতসহ) উভয় পরীক্ষায় প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) [(কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স/ইলেকট্রনিক কন্ট্রোল ও কমিউনিকেশন)]–এ কমপক্ষে জিপিএ ৩.০।
২. শিক্ষানবিশ গ্রেড-২: টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল টেকনোলজি)
পদসংখ্যা: ৯৯ জন
মাসিক ভাতা: উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০/- (তিন হাজার পাঁচ শ)
আবেদনের বয়স: ২৬.০১.২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ২৩ এবং সর্বনিম্ন ১৮ বছর।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/ স্বীকৃত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল) (ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস) সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ থাকতে হবে।
আরও পড়ুনচট্টগ্রাম ইপিজেড হাসপাতালে নিয়োগ, পদ ২৫১৮ মার্চ ২০২৫৩. শিক্ষানবিশ গ্রেড-২: টেকনিশিয়ান (মেকানিক্যাল/মেশিন টুলস টেকনিশিয়ান টেকনোলজি)
পদসংখ্যা: ২০১ জন
মাসিক ভাতা: উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০/- (তিন হাজার পাঁচশত)
আবেদনের বয়স: ২৬.০১.২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ২৩ এবং সর্বনিম্ন ১৮ বছর।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল) [মেকানিক্যাল/মেশিন টুলস] সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ থাকতে হবে।
৪. শিক্ষানবিশ গ্রেড-২: টেকনিশিয়ান (অটোমোবাইল/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি)
পদসংখ্যা: ৪৬ জন
মাসিক ভাতা: উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০/- (তিন হাজার পাঁচ শ)
আবেদনের বয়স: ২৬.০১.২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ২৩ এবং সর্বনিম্ন ১৮ বছর।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/স্বীকৃত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/ এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল)[অটোমোবাইল/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন] সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০।
৫. শিক্ষানবিশ গ্রেড-২: টেকনিশিয়ান (ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি)
পদসংখ্যা: ৬৭ জন
মাসিক ভাতা: উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০/- (তিন হাজার পাঁচ শ)
আবেদনের বয়স: ২৬.০১.২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ২৩ এবং সর্বনিম্ন ১৮ বছর।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/স্বীকৃত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল) [(ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন)] সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ থাকতে হবে।
আরও পড়ুনপিএসসির নন-ক্যাডারে চাকরির সুযোগ, ৯ম ও ১০ম গ্রেডে পদ ৭৯২৯ মার্চ ২০২৫৬. শিক্ষানবিশ গ্রেড-২: টেকনিশিয়ান (ড্রাফটিং অ্যান্ড সিভিল/উড ওয়ার্কিং টেকনোলজি)
পদসংখ্যা: ২৭ জন
মাসিক ভাতা: উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০/- (তিন হাজার পাঁচ শ)
আবেদনের বয়স: ২৬.০১.২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ২৩ এবং সর্বনিম্ন ১৮ বছর।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/ স্বীকৃত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/ এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল) [ড্রাফটিং অ্যান্ড সিভিল/উড ওয়ার্কিং/বিল্ডিং কন্সট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স] সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে।
আবেদনে সাধারণ শর্তাবলি—
টেলিটকের http://tici.teletalk.com.bd/ এর মাধ্যমে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন ফরম পূরণ করতে হবে আগ্রহীদের। নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের কমিশন ও ভ্যাট ৬ (ছয়) টাকা সহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে SMS–এর মাধ্যমে টেলিটকে ফি জমা দিতে হবে। আবেদনপত্র পূরণসংক্রান্ত শর্তাবলি ও নিয়মাবলী বিসিআইসির ওয়েবসাইট, টিআইসিআই–এর ওয়েবসাইট এবং http://tici.teletalk.com.bd এ পাওয়া যাবে।
আবেদনকারীকে লিখিত/মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
নির্বাচিত প্রশিক্ষণার্থীকে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই), পলাশ, নরসিংদীর নিয়ন্ত্রণে ন্যূনতম ১২ (বার) মাস প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তার মধ্যে প্রশিক্ষণার্থীকে ইন-প্ল্যান্ট প্রশিক্ষণ গ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ভারী শিল্পপ্রতিষ্ঠানে প্রেরণ করা হবে।
প্রশিক্ষণ কোর্স শেষে অনুষ্ঠিত চূড়ান্ত মূল্যায়নে সফলতার সঙ্গে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীকে সংশ্লিষ্ট প্রশিক্ষণ ক্ষেত্রের ওপর সনদপত্র প্রদান করা হবে।
প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ হওয়া কোনভাবেই সংস্থাধীন কারখানাগুলোতে চাকরির নিশ্চয়তা প্রদান করে না।
আরও পড়ুনচট্টগ্রাম সিটি করপোরেশনে বড় নিয়োগ, পদ ১২৩০৯ এপ্রিল ২০২৫শিক্ষানবিশ নির্বাচন/নিয়োগের ক্ষেত্রে কোনরূপ সুপারিশ অথবা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় প্রযোজ্য ক্ষেত্রে পদার্থ, রসায়ন ও গণিতের নির্দিষ্ট ঘরে প্রত্যেক বিষয়ে সিজিপিএ উল্লেখ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ–সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। ভবিষ্যতে কোন তথ্য ভুল প্রমাণিত হলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে এবং বয়সসংক্রান্ত এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন শেষ কবে
অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ হবে ২০ এপ্রিল, রাত ১২টা পর্যন্ত।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপস থ ত র ভ ত ত ত জনম স ক ভ ত সনদপত র পদস খ য কমপক ষ র জন য ০ থ কত
এছাড়াও পড়ুন:
বিভিন্ন স্থানে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে
ছয় দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর থেকে তারা এ কর্মসূচি পালন করেন।
ঢাকা: ছয় দফা দাবি আদায়ে আজ জুমার নামাজ শেষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের হল মসজিদ প্রাঙ্গণ থেকে কাফনের কাপড় পরে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘তুমি কে, আমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন।
ফরিদপুর: শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়া এবং কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ দুপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের অডিটোরিয়ামের সামনে জড়ো হয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
আরো পড়ুন:
কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের সমর্থন ‘ঘৃণাভরে’ প্রত্যাখ্যান
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে মশাল মিছিল
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী বুলবুল আহমেদ মাহিম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানালেও কর্তৃপক্ষের উদাসীনতায় আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। শিক্ষার পরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। কুমিল্লায় আমাদের সহপাঠীদের ওপর হামলা রাষ্ট্রেরই ব্যর্থতা।”
কম্পিউটার ডিপার্টমেন্টের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী নাফিজুল রোহান বলেন, “আমরা কাফন পরেছি এই বার্তা দিতে যে, যদি আমাদের ন্যায্য দাবি না মানা হয়, তবে আমরা মৃত্যু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। সরকারকে অবিলম্বে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।”
ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী লামীম ইসলাম বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের অংশ নই, আমরা শুধু আমাদের অধিকার চাই। শিক্ষা মন্ত্রণালয় যদি আমাদের সমস্যা সমাধানে আন্তরিক না হয়, তাহলে আন্দোলন আরো তীব্র হবে।”
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন, "জুমার নামাজের আগে থেকেই আমরা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান করছিলাম, যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন। কোনো ধরনের উত্তেজনাকর ঘটনা ঘটেনি।”
রংপুর: একই দাবিতে দুপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে শিক্ষার্থীরা রংপুর পলিটেকনিক ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সেখান থেকে একটি গণমিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে। এসময় সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করা হলেও কর্তৃপক্ষ তাদের কথা শুনছে না। তাই বাধ্য হয়ে এবার তারা প্রতীকী ‘কাফনের কাপড়’ পরে মাঠে নেমেছেন। অতি দ্রুত দাবি আদায় না হলে সামনে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তব্য রাখেন- কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী হাফিজুর রহমান, ইলেকট্রিক্যাল বিভাগের সাব্বির হোসেন ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ শিক্ষাবর্ষের ফুয়াদ।
গোপালগঞ্জ: শুক্রবার জুমার নামাজের পর বেলা ৩টার দিকে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তারা মাথায় কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠায়।
এর আগে, সমাবেশে শিক্ষার্থীরা জানান, সরকারকে বলব, তারা যেনে দাবিগুলো দ্রুত মেনে নেয়, তাহলে শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে দেব। কারিগরি শিক্ষা সেক্টরে যে বৈষম্য আছে, শিক্ষার্থীরা চায় সরকার যেন তা দূর করে। তা না হলে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন।
সমাবেশে বক্তব্য রাখেন- শিক্ষার্থী মো. ফয়সাল, মো. রাব্বি, মো. ফজলে রাব্বি বাঁধন ও মো. মোস্তাকিন মিয়া।
নরসিংদী: কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও ছয় দফা দাবি আদায়ে মিছিল করেছে নরসিংদীর সরকারি-বেসরকারি সব পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে বিক্ষোভ মিছিলটি নরসিংদী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট থেকে শুরু হয়। সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেপ্রতাপে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্বতা পোষণ করে তারা ছয় দফা দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি মেনে নিতে কর্তৃপক্ষ ব্যর্থ হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তারা।
ফেনী: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অষ্টম শ্রেণি বা এসএসসি পাস ‘ক্রাফট ইনস্ট্রাক্টরদের’ পদোন্নতির প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বিক্ষোভ মিছিল করেছেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির জামে মসজিদের সামনে থেকে বের হওয়া মিছিলটি শহরের সদর হাসপাতাল মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ‘জুলাই ২৪ শহীদ স্মৃতি চত্বরে’ গিয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা।
ফেনী পলিটেকনিকের শিক্ষার্থী রাতুল বলেন, ‘আমরা ৬ দফা দাবি নিয়ে আন্দোলন করছি অনেকদিন। সরকার বলেছে কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। কিন্তু কাল যে বৈঠক ডাকা হয়েছিল, সেখানে কেউই ছিল না। তাহলে আমাদের যৌক্তিক দাবি মানতে গড়িমসি কেন?’
শিক্ষার্থী সানি বলেন, “ক্রাফট ইনস্ট্রাক্টরদের বেশির ভাগই অষ্টম শ্রেণি বা এসএসসি পাস। তাদের পক্ষে ডিপ্লোমা শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া সম্ভব নয়।’
এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট প্রতিবেদক ও জেলা প্রতিনিধিরা।
ঢাকা/মাসুদ