যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বিশ্ববিদ্যালয়ে ডেপুটি শেরিফের ছেলের গুলিতে দু’জন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের এ ঘটনায় হামলাকারীও পুলিশের গুলিতে আহত হয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের নাম পরিচয় জানা না গেলেও তারা শিক্ষার্থী নন এবং দু’জনই পুরুষ।

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি পুলিশের প্রধান জেসন ট্রামবাওয়ের এ কথা জানান। আহতদের হাসপাতালে ভর্তির কথা জানালেও তাদের পরিচয় জানাননি তিনি। সন্দেহভাজন হামলাকারী ২০ বছর বয়সী ফিনিক্স আইকনারের মা লিওন কাউন্টি শেরিফের ডেপুটি। আটকের সময় তার কাছে মায়ের ব্যবহৃত হ্যান্ডগান পাওয়া গেছে।

হামলায় আইকনার একাই জড়িত বলে ধারণা পুলিশের। কী উদ্দেশ্যে এ হামলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পাওয়া হ্যান্ডগানটি আইকনারের মাকে প্রথমে বাহিনী থেকেই দেওয়া হয়েছিল, পরে তিনি সেটি কিনে নিলে তা তাঁর ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রে পরিণত হয় বলে জানায় পুলিশ। বিবিসি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

মায়ের পিস্তল দিয়ে বিশ্ববিদ্যালয়ে গুলি চালাল যুবক, নিহত ২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে (এফএসইউ) বন্দুকধারীর গুলিতে দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টা বেজে ৫০ মিনিটে স্থানীয় ডেপুটি শেরিফের সন্তান তার মায়ের পিস্তল ব্যবহার করে এ হামলা চালায়।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।  

ফ্লোরিডা অঙ্গরাজ্যের রাজধানী তালাহাসি লিওন কাউন্টির শেরিফ ওয়াল্টার ম্যাকনিল বলেন, অভিযুক্ত বন্দুকধারী ২০ বছর বয়সী এক তরুণ। তিনি ডেপুটি শেরিফের ছেলে ফিনিক্স আইকনার। ঘটনাস্থল থেকে যে সব বন্দুক উদ্ধার করা হয়েছে, সেগুলোর মধ্যে একটি ওই কর্মকর্তার।

পুলিশ জানায়, হামলার সময় আইকনারের ওপর পুলিশ পাল্টা হামলা চালালে তিনি আহত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

লিওন কাউন্টি শেরিফ বলেন, হামলার কারণ এখনও জানা যায়নি। আইকনার এই হামলায় তার মায়ের পিস্তল ব্যবহার করে, যেটি একসময় তার মা আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তা হিসেবে কর্মক্ষেত্রে ব্যবহার করতেন। পরবর্তীতে তিনি এটি কিনে নেন এবং তা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রে পরিণত হয়। 

বিশ্ববিদ্যালয়ের পুলিশ বাহিনীর প্রধান জেসন ট্রামবাওয়ার জানান, ধারণা করা হচ্ছে, ফিনিক্স আইকনার (২০) ফ্লোরিডা অঙ্গরাজ্যের রাজধানী তালাহাসিতে অবস্থিত এফএসইউর শিক্ষার্থী।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।

কর্তৃপক্ষের বিশ্বাস, আইকনার পিস্তলের পাশাপাশি একটি শটগানও নিয়ে এসেছিলেন। তবে ওই শটগান হামলায় ব্যবহার হয়েছে কী না, তা এখনো নিশ্চিত নয়।

সম্পর্কিত নিবন্ধ

  • মায়ের পিস্তল দিয়ে বিশ্ববিদ্যালয়ে গুলি চালাল যুবক, নিহত ২