যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ ঘিরে অস্থিতিশীল বিশ্ব বাজার। পাল্টাপাল্টি শুল্ক আরোপে অস্বস্তিতে রয়েছেন দুই দেশের ব্যবসায়ীরাও। এমনই সংকটের মধ্যে সুখবরের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্যমতে, চীনা পণ্যের ওপর শুল্ক কমাতে চান তিনি।

হোয়াইট হাউসে গতকাল বৃহস্পতিবার চীনের পণ্যের ওপর আরোপ করা শুল্ক নিয়ে আলাপের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘সেগুলো (শুল্ক) আরও বেশি হোক, তা আমি চাই না। কারণ, একটি পর্যায়ে গেলে মানুষ আর কেনাকাটা করতে পারবে না।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি (শুল্ক) কমাতে পারি। কারণ, আপনি চাইবেন, মানুষ কেনাকাটা করুক।’

চলতি মাসের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে ৯০ দিনের জন্য সেই শুল্ক স্থগিত করা হলেও ভাগ্য সুপ্রসন্ন ছিল না চীনের। দেশটির ওপর বরং ধাপে ধাপে শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করা হয়। পাল্টা জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করে।

যুক্তরাষ্ট্রের শুল্ক যেন আবার আরোপ করা না হয়, সে জন্য ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছে বিভিন্ন দেশ। এ তালিকায় চীনও রয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, শুল্ক নিয়ে বেইজিং বেশ কয়েকবার যোগাযোগ করেছে। সব মিলিয়ে তিনি আত্মবিশ্বাসী—চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব ভালো’ একটি চুক্তি হবে।

শুল্ক নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ হচ্ছে বলে সূত্রের বরাতে জানতে পেরেছে রয়টার্সও। তবে এই আলাপের প্রকৃতি নিয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। আলোচনায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্ত ছিলেন কি না, তা–ও খোলাসা করা হয়নি। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আর না বৃদ্ধি করার ইঙ্গিত দিয়ে চীন বলেছিল, শুল্ক নিয়ে ‘খেলায়’ তারা আর প্রতিক্রিয়া জানাবে না।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কভার্ডভ্যান চুরির পর টুকরো টুকরো করেন তারা

ঢাকার সাভারে মহাসড়কের পাশে পার্কিং করে রাখা কাভার্ডভ্যান চুরি করে টুকরো টুকরো করে বিক্রি করেছে একটি চোর চক্র। এ ঘটনার তিনদিন পর চক্রের তিন সদস্যকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে গাড়িটির অংশবিশেষ। 

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে সাভার মডেল থানা থেকে গ্রেপ্তারকৃতদের ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গত ১৫ এপ্রিল রাতে সাভারের পশ্চিম ব্যাংকটাউন স্ট্যান্ডে রাস্তার পাশ থেকে চুরি হয় কভার্ডভ্যানটি। এ ঘটনায় গাড়িটির মালিক শেখ মহিউদ্দিন সাভার মডেল থানায় চুরির মামলা করেন।

আরো পড়ুন:

জামিনে এসেই মামলা তুলে নিতে হুমকি ইউপি সদস্যের

টিপকাণ্ড: লতা সমাদ্দার, সুবর্ণা মোস্তফাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজধানীর উত্তর বাড্ডার আরমান (২২), ময়মনসিংহের সুজন মিয়া (৩০) ও সোহাগ মিয়া (২৫)।

পুলিশ জানায়, গাড়ি চোরদের ধরতে এবং গাড়িটি উদ্ধারে তদন্ত শুরু করে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া গাড়িটির অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। আসামিরা গাড়িটি ভেঙে বিক্রির চেষ্টা করছিল।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, “আরমান ও সোহাগ গাড়িটি টুকরা টুকরা করেন। গাড়িটির খণ্ড খণ্ড টুকরোগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তিনজনের বিরুদ্ধেই মামলা হয়েছে। তাদের  ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।”

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ