চীন মালিকানাধীন ব্যাটারি কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
Published: 18th, April 2025 GMT
গাজীপুরের কাশিমপুর মেট্রো থানার ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায় বৃহস্পতিবার রাতে চীনের মালিকানাধীন টাইগার ব্যাটারি নামে একটি ব্যাটারি তৈরির কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ডাকাত দল নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ব্যাটারি তৈরির কারখানার দেয়াল টপকে প্রথমে ৫ ডাকাত কারখানার ভিতরে ঢুকে তিন নিরাপত্তাকর্মীকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে নিরাপত্তাকর্মীদের হাত পা বেঁধে চট দিয়ে ঢেকে রাখে। এসময় নিরাপত্তাকর্মীদের কাছ থেকে গেট ও কারখানার প্রবেশদ্বারের চাবি নিয়ে কারখানা খুলে। এসময় বাইরে একটি পিকআপভ্যানে থাকা আরো ১০ জন ডাকাত কারখানায় ভেতরে ঢুকে মালামাল লুট করে পিকআপ ভ্যানে তুলতে থাকে।
ডাকাত সদস্যরা ব্যাটারি তৈরি মালামাল, তৈরি ব্যাটারি, দুটি ল্যাপটপ ও সাতটি কম্পিউটার, সিসি ক্যামেরা ডিভাইসসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
কারখানার চায়না পরিচালক ইউই জু’এর সহকারী দুভাষী সুমন মিয়া বলেন, রাত তিনটার দিকে ডাকাতির খবর পেয়ে কারখানায় যাই। কারখানায় গিয়ে দেখি ডাকাতরা নিরাপত্তাকর্মীদের মারধর ও হাতপা বেঁধে রেখে কারখানার ব্যাটারি তৈরির মালামাল, ল্যাপটপ, কম্পিউটার, সিসি ক্যামেরার কন্ট্রোল বক্সসহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে গেছে।
কাশিমপুর মেট্রো থানার ওসি মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘মার্চ ফর ড. ইউনুস’ আগে সংস্কার, তারপর নির্বাচনের দাবিতে মানববন্ধন
‘মাচ ফর ড. ইউনুস’ আগে সংস্কার, তারপর নির্বাচন, এই দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগনের ব্যানারে এ কর্মসুচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, ১৭ বছর মানুষ নির্বাচনে ভোট দিতে পারে নাই কিন্ত এখন দেশের অধিকাংশ মানুষই নির্বাচন চায় না। তারা চায় আগে সংবিধান ঠিক হোক। আপনারা জনগণের মতামত নেন একটা গণপরিষদ নির্বাচন করে দেখেন অধিকাংশ মানুষই এবার ভোটের বিপক্ষে।
আমরা নারায়ণগঞ্জ থেকে সর্বপ্রথম আওয়াজ উঠিয়েছি। এখন এই আওয়াজ বাকি ৬৩ জেলায় গিয়ে জড়ো হবে। খুনি হাসিনার বিচার আর দেশ সংস্কার এর আগে কোন নির্বাচন হবে না।
বক্তারা আরও বলেন, আপনারা যারা নির্বাচন রোড ম্যাপ চাচ্ছেন, সংস্কার চাচ্ছেন না। তাদের বলছি, আমরাও নির্বাচন চাই তবে তার আগে জুলাই হত্যার বিচার, সংবিধান সংস্কার, বিচার ব্যবস্থা সংস্কার, শিক্ষা ব্যবস্থার সংস্কার, ব্যাংকিং খাত সংস্কার, আইন শৃঙ্খলা সংস্কার, দেশের বাণিজ্য সংস্কার, রোহিঙ্গা সমস্যার সমাধান, সরকারি নিয়োগ ব্যবস্থা সংস্কার, সামাজিক ব্যবস্থা সংস্কার, পার্বত্য বিশৃঙ্খলা সংস্কার, ঘরবাড়ি রাস্তাঘাট সংস্কার, রাজনৈতিক নেতাদের সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন, তারপর আপনারা নির্বাচন করুন আমাদের দেশের জনগণের কোনো আপত্তি নাই।
বক্তারা বলেন, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। খুনি হাসিনাই আমাদের ভয় দেখাতে পারেনি এখন যদি কেউ আবারও আওয়ামীলীগ হওয়ার চেষ্টা করে তাদের উচিত ২৪ থেকে শিক্ষা নেয়া।
পৃথিবীতে সাদা কালো, ধনী গরিব, দেশি বিদেশি এগুলা কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে পৃথিবীতে দুই ধরনের লোক থাকে উইনার এন্ড লুজার। ড. ইউনূস ইউ উইল বি দা উইনার ইফ ইউ মেক এভরি লুজার টার্ন ইন্টু ওইনার।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মো. আলিফ দেওয়ান, রবিউল ইসলাম রবিন, আল আমিন বিন আরশাদ আলী, ফাহিম খন্দকার অনিক ও রাব্বী ইসলাম নিলয়সহ আরো অনেক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, একই দাবিতে গত ১৪ এপ্রিল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।