আগে সংস্কার তারপর নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ইউনূস’
Published: 18th, April 2025 GMT
আগে সংস্কার তারপর নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের’ ব্যানারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন নারায়ণগঞ্জের দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী আলিফ দেওয়ান, অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন, মাস্টার্সের শিক্ষার্থী কামরুল হাসান, জুলাই আন্দোলনে আহত রাব্বি ইসলাম, আকরাম সাঈদ, অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউন ও দোকানে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুইটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, ঢাকেশ্বরী এলাকার আল আমিন নামে এক ঝুট ব্যবসায়ীর গোডাউনে প্রথমে আগুন লাগে। পরে আগুন পাশের আব্দুল হাইয়ের মালিকানাধীন ডেকোরেটর দোকান ও ড্রাম ওয়েস্টের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে উভয় দোকানের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরো পড়ুন:
চাঁদপুরে ১০ দোকানে আগুন
দীঘিনালায় বাজারে লাগা আগুনে পুড়ল ১৬ প্রতিষ্ঠান
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আশিক বলেন, “আগুন নিয়ন্ত্রণ আনতে আমাদের দুইটি ইউনিট কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। টিনের গোডাউনে আগুন লেগেছে। হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।”
ঢাকা/অনিক/মাসুদ