ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে ২০২৫ এএইচএফ কাপ হকির লড়াই। টুর্নামেন্টের প্রথম দিনেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বাংলাদেশের হকি দল ৫-১ ব্যবধানে হারিয়েছে কাজাখস্তানকে।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়া ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে শুরুতে কিছুটা চাপে থাকলেও শেষ দুই কোয়ার্টারে আগ্রাসী হকির প্রদর্শনীতে জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হন সোহানুর রহমান সবুজ।

প্রথম কোয়ার্টারে বাংলাদেশের পক্ষে গোলের দেখা মেলেনি। তবে দ্বিতীয় কোয়ার্টারের ৯ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন খুলে দেন। ঠিক ছয় মিনিট পরেই কাজাখস্তান পাল্টা গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে। দুই কোয়ার্টার শেষে স্কোর ছিল ১-১।

আরো পড়ুন:

অলিম্পিক হকিতে সেমিফাইনালে ভারত

‘মারামারির’ পর আবাহনীর বিপক্ষে এগিয়ে থেকেও মাঠ ছাড়লো মোহামেডান

তৃতীয় কোয়ার্টারে শুরু হয় বাংলাদেশের দাপট। ৩৮ মিনিটে নাইম উদ্দিনের পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে আবার এগিয়ে নেন। এর এক মিনিট পরেই রাকিবুল হাসান ফিল্ড গোল করে ব্যবধান বাড়ান।

৪৪তম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন সোহানুর রহমান সবুজ। ফলে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। ম্যাচের শেষদিকে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান। এর মাধ্যমে বাংলাদেশ ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার, যেখানে প্রতিপক্ষ হবে স্বাগতিক ইন্দোনেশিয়া। গ্রুপে আরও রয়েছে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। দুই গ্রুপের সেরা দুই দল পাবে সেমিফাইনালে খেলার সুযোগ এবং একইসঙ্গে নিশ্চিত করবে এশিয়া কাপের টিকিট।

উল্লেখ্য, গত চার আসরের এএইচএফ কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এবারও তারা নিজেদের আধিপত্য ধরে রাখার লক্ষ্যেই মাঠে নেমেছে। কাজাখস্তানের বিপক্ষে এই বড় জয় সেই লক্ষ্যে শক্ত এক পদক্ষেপ।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হক গ ল কর

এছাড়াও পড়ুন:

ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও

অবশেষে তাহলে রহস্য কাটল!

অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!

আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।  

২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।

মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন

সম্পর্কিত নিবন্ধ