লিওনেল মেসি কি আরো একটি বিশ্বকাপ খেলবেন? এই প্রশ্ন নিয়মিত ঘুরপাক খাচ্ছে ফুটবলপ্রেমীদের মনে। অবশেষে মেসি মুখ খুললেন ২০২৬ সালের বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নিয়ে। তিনি জানিয়েছেন, সবকিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও ফিটনেসের উপর।

‘‘সত্যি বলতে, বিশ্বকাপের কথা ভাবলে মনে হয় অনেক দেরি আছে। কিন্তু সময়টা খুব দ্রুতই চলে যাবে, তাই না?’’ তিনি আরও যোগ করেন, ‘‘আমার জন্য এই বছরটা খুব গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলতে পারলে এবং ভালো ফিট থাকলে, তখনই আমি ভাববো বিশ্বকাপ নিয়ে। গত বছর কয়েকটা ম্যাচ খেলেই চোটে পড়েছিলাম। পুরো মৌসুম খেলতে পারিনি। এবার প্রস্তুতিটা ভালো হয়েছে। আমি ভালো অনুভব করছি।’’

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। এই আসর অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার তিনটি দেশ— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। যেহেতু মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রেই খেলছেন, তাই জায়গাটি তার জন্যও খুব পরিচিত।

আরো পড়ুন:

ইয়ামালকে নিয়ে মেসি: সে এখনই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন

মেসির দাবি প্রতিনিয়ত মান বাড়ছে মেজর লিগের

বর্তমানে মেসির বয়স ৩৮। গত দেড় বছরে তার ইনজুরির হার বেড়েছে। যেটা তার বয়সী খেলোয়াড়দের জন্য স্বাভাবিক। ২০২৪ সালের কোপা আমেরিকা ফাইনালেও তিনি মাঝপথে ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন।

তবে চলতি মৌসুমে মেসির পারফরম্যান্স যথেষ্ট ভালো। ইতোমধ্যে তিনি ৭টি ম্যাচে ৩টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন। গত বছর ইন্টার মিয়ামিকে তিনি নেতৃত্ব দিয়েছেন সাপোর্টার্স শিল্ড-২০২৪ জয়ে। যদিও মূল কোনো ট্রফি তারা জিততে পারেনি।

মেসি বলেন, ‘‘এটা অনেক লম্বা মৌসুম। জুন মাসে ক্লাব বিশ্বকাপও আছে। অনেক ম্যাচ খেলতে হবে। তাই আমি দিন দিন ভাবছি। কোনো নির্দিষ্ট লক্ষ্য সেট করছি না। নিজেকে শারীরিকভাবে কেমন লাগছে, সেটাই আসল। নিজেকেই সৎ থাকতে হবে।’’

ইন্টার মায়ামিতে মেসির পুরনো বন্ধু লুইস সুয়ারেজ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘আমরা অবসর নেওয়ার বিষয়ে মাঝে মাঝে মজা করি। তবে মেসির মধ্যে বিশ্বকাপে খেলার ইচ্ছা এখনও স্পষ্ট।’’ সুয়ারেজ আরও জানান, জাতীয় দল থেকে দূরে থাকলেও মেসির মাঝে এখনো আগ্রহটা টিকে আছে।

মেসি তার প্রথম বিশ্বকাপ খেলেন ২০০৬ সালে মাত্র ১৮ বছর বয়সে। এরপর খেলেছেন ২০১০, ২০১৪, ২০১৮ এবং শেষ পর্যন্ত ২০২২ সালে কাতারে এনে দিয়েছেন আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ শিরোপা। এখন প্রশ্ন হচ্ছে— মেসিকে আমরা কি আবারও বিশ্বমঞ্চে দেখতে পাব?

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ব শ বক প

এছাড়াও পড়ুন:

আ.লীগের সবার হাতে রক্ত, সেই দলে সাকিবের যাওয়া ঠিক হয়নি: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের সবার হাতে রক্তের দাগ, সেই দল থেকে ক্রিকেটার সাকিব আল হাসানের নির্বাচন করা ঠিক হয়নি।

শুক্রবার দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব বলেন, মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ক্রিকেট খেলাকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেছেন। আবার সেই সাকিব আল হাসান আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীর হাতে রক্ত, খুন, গুমে জড়িত, ব্যাংক ডাকাতিতে জড়িত। একজন বিশ্বসেরা ক্রিকেটার হয়ে আওয়ামী লীগে যোগদান করেন সাবেক এ সংসদ সদস্য। আওয়ামী লীগ জুলাই আন্দোলনে তিন-চার হাজার ছাত্র-জনতাকে খুন করেছে। 

ইলিয়াস আলীর কথা মনে করিয়ে তিনি বলেন, তিনি ২০১২ সালে গুম হয়েছেন। ২০১৮ সালের নির্বাচন কীভাবে হয়েছিল সাকিব আল হাসান ভালোভাবে জানতেন।

সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছেন, কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া তো ভুল নয়। 

এ প্রসঙ্গ টেনে প্রেস সচিব বলেন, বাংলাদেশের যেকোনো মানুষের রাজনৈতিক দলে যোগদান করা ভুল না। বরং আনন্দের বিষয়। তবে ভুল তথ্য নিয়ে কোনো রাজনৈতিক দলে যোগদান করলেন, জেনে বুঝে কি জঙ্গি পার্টিতে যোগদান করবেন? মাগুরায় ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত একটি নির্বাচনও কি ঠিকভাবে হয়েছে? সব ছিল সাজানো নির্বাচন। ২০২৪ এর জুলাই-আগস্টের আন্দোলন সারা দেশের মতো মাগুরায়ও হয়েছে। আন্দোলনে নির্মমভাবে তিন-চারটা ছেলে মারা গেছে। সাকিব তো তখন মাগুরার সংসদ সদস্য। তিনি কি আন্দোলনে নিহত মানুষের কথা জানতেন না? সাকিব কি কখনও বলেছেন, আমি সরি, আমার নির্বাচনী এলাকার মধ্যে নিহত হয়েছে, আমি এর নিন্দা জানাই?

তিনি আরও বলেন, ২০২৪ সালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য নির্বাচন কাভার করতে এসেছিলাম। নির্বাচনী এলাকায় কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। একটা সাজানো নির্বাচন ছিল। আগে থেকে বোঝা যাচ্ছিল কে জিতবে কে হারবে। অনেক রাজনৈতিক প্রার্থী এক-দুই মাস ধরে নির্বাচনী প্রচারণা করেন। সেখানে সাকিব আগে থেকে জানতেন, তার হয়ে কেউ তাকে নির্বাচনে বিজয়ী করে দেবে।  

শফিকুল ইসলাম বলেন, মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তরিত হচ্ছে না। হাসপাতালটির উন্নয়নে স্বাস্থ্য অধিদপ্তর দেশের অন্য একটি ভালো মেডিকেল কলেজ হাসপাতালে সঙ্গে যোগাযোগ করেছে। মাগুরা মেডেকিলে কলেজ হাসপাতালটি খুবই ভালো মানের। ইতোমধ্যে মেডিকেল কলেজটি ফলাফলের দিক থেকে চারবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল হাসান, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহে কাফীসহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা।


 

সম্পর্কিত নিবন্ধ

  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, সামান্য ত্রুটির তাৎক্ষণিক সমাধান
  • ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং-ফেব্রিক ইঞ্জিনিয়ারিং-অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিতে চান, করুন আবেদন
  • চীন ও যুক্তরাষ্ট্র, কে কার কাছ থেকে কী কেনে
  • ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু ভর্তিযুদ্ধ
  • আ.লীগের সবার হাতে রক্ত, সেই দলে সাকিবের যাওয়া ঠিক হয়নি: প্রেস সচিব
  • নিজের প্রতি সৎ থেকে ২০২৬ বিশ্বকাপ খেলতে চাই: মেসি 
  • ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে নিজের সঙ্গে ‘সৎ’ থাকতে চান মেসি
  • ট্রাম্পের শুল্কঝড়ে কমবে জ্বালানি তেলের চাহিদা: ওপেক
  • নতুন পথনকশায় ১৪ মাসে ৬১ হাজার কোটি টাকা সাশ্রয় হবে