দেবিদ্বারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
Published: 18th, April 2025 GMT
কুমিল্লার দেবিদ্বারে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ এলাকায় ট্রাকচাপায় আব্দুল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাফরগঞ্জ গঙ্গামণ্ডল রাজ ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলার শাকতলার আব্দুল আওয়াল ভূঁইয়ার বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দেবিদ্বারগামী একটি পালসার মোটরসাইকেলকে কুমিল্লাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই চালক আব্দুল্লাহ নিহত হন এবং পিছনে বসা একজন আহত হন। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান।
নিহতের ছোট ভাই আবু বকর ভূঁইয়া জানান, আব্দুল্লাহ খালার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুরে যাওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হন। খালার বাড়িতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জাফরগঞ্জ এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। কিছুদিন পরেই তার বিদেশে যাওয়ার কথা ছিল।
নিহত আব্দুল্লাহর স্ত্রী হায়াতী আক্তার বলেন, ৪ বছর আগে ভালোবেসে আমাদের বিয়ে হয়। ওমর ভূঁইয়া নামে আমাদের ৪ বছরের ছেলে সন্তান আছে।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পাজভেজ আলী বলেন, দুর্ঘটনার পরে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি এবং ঘাতক ট্রাকটি আটক করি। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন হত
এছাড়াও পড়ুন:
দেবিদ্বারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লার দেবিদ্বারে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ এলাকায় ট্রাকচাপায় আব্দুল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাফরগঞ্জ গঙ্গামণ্ডল রাজ ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলার শাকতলার আব্দুল আওয়াল ভূঁইয়ার বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দেবিদ্বারগামী একটি পালসার মোটরসাইকেলকে কুমিল্লাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই চালক আব্দুল্লাহ নিহত হন এবং পিছনে বসা একজন আহত হন। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান।
নিহতের ছোট ভাই আবু বকর ভূঁইয়া জানান, আব্দুল্লাহ খালার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুরে যাওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হন। খালার বাড়িতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জাফরগঞ্জ এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। কিছুদিন পরেই তার বিদেশে যাওয়ার কথা ছিল।
নিহত আব্দুল্লাহর স্ত্রী হায়াতী আক্তার বলেন, ৪ বছর আগে ভালোবেসে আমাদের বিয়ে হয়। ওমর ভূঁইয়া নামে আমাদের ৪ বছরের ছেলে সন্তান আছে।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পাজভেজ আলী বলেন, দুর্ঘটনার পরে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি এবং ঘাতক ট্রাকটি আটক করি। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।