মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (জেআইএম) অভিযানে বিভিন্ন দেশের ৫০৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৬৫ জনই বাংলাদেশি। বৃহস্পতিবার কুয়ালালামপুরের মেদান ইম্বির একটি ব্যবসায়িক এলাকায় অভিযান চালানো হয়। 

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪৪৮ জন পুরুষ। তাদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি এবং ১২৪ জন নেপালি। অভিযানে ৫৮ জন নারীকেও গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ৪০ জন ইন্দোনেশিয়ান এবং ১৮ জন নেপালি। তবে গ্রেপ্তার নারীদের মধ্যে কোনো বাংলাদেশি ছিলেন না। 

কুয়ালালামপুরের মেদান ইম্বির একটি ব্যবসায়িক এলাকায় এ অভিযান চালানো হয়। ইমিগ্রেশন বিভাগের সদরদপ্তর এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের বিভিন্ন পদের ১৮৫ জন ইমিগ্রেশন অফিসারের একটি বাহিনী এবং জাতীয় নিবন্ধন বিভাগের মতো অন্যান্য সংস্থার সহায়তায় এ যৌথ অভিযান পরিচালিত হয়। 

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে বলেন, এই অভিযানে মোট ৮৯৫ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৭৪৯ জন অভিবাসী এবং ১৪৬ জন স্থানীয় নাগরিক ছিলেন। যাচাই-বাছাই শেষে ৫০৬ জন অভিবাসী নাগরিককে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবার বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে। 

তিনি আরও বলেন, পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে থাকা, অচেনা কার্ডধারী, অভিবাসন আইন লঙ্ঘন ইত্যাদি অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। অভিবাসন বিভাগের তদন্ত শেষে তাদের নিয়োগকর্তাদেরও ডাকা হবে। 


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

পাকিস্তানের কাছে বড় হারে বিশ্বকাপ মিসের শঙ্কায় বাংলাদেশ 

বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হারের পর শনিবার স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৬২ বল থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতেই চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। 

বিস্তারিত আসছে...


 

সম্পর্কিত নিবন্ধ