হঠাৎ আইপিএলে ব্যাট নিয়ে তোলপাড় কেন
Published: 18th, April 2025 GMT
আইপিএলে হঠাৎ করেই আলোচনায় ক্রিকেট ব্যাট। এ টুর্নামেন্টে মাঠেই ব্যাটসম্যানের ব্যাটের আকার পরীক্ষা করা হচ্ছে। তাই প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এ পদক্ষেপ?
আইপিএল কর্তৃপক্ষ এ নিয়ে শুরুতে কিছু জানায়নি। তাই ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমালের সঙ্গে যোগাযোগ করেছে।
ধুমাল বলেছেন, ‘হ্যাঁ, আমরা এ পদক্ষেপ নিয়েছি যেন কারোরই মনে না হয় যে কেউ অযৌক্তিক সুবিধা পাচ্ছে। ক্রিকেটীয় চেতনা ও খেলার ন্যায্যতা বজায় রাখতে বিসিসিআই ও আইপিএল সব সময় এ ধরনের উদ্যোগ নিয়েছে। আমরা সবচেয়ে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করছি যেন সব সিদ্ধান্ত পর্যালোচনা করা যায় এবং ম্যাচগুলো অন্যায্যভাবে প্রভাবিত না হয়।’
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ব্যাট ও বলের ভারসাম্য আনতেই আইপিএল কর্তৃপক্ষ এমন উদ্যোগ নিয়েছে। ব্যাটসম্যানরা যেন ভারী ব্যাট ব্যবহার করে বাড়তি সুবিধা না পান, সেটা নিশ্চিত করতেই গেজ দিয়ে ব্যাট পরীক্ষা করা হচ্ছে।
ব্যাট–বলে ভারসাম্য আনতেই ব্যাট পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাকিস্তানের কাছে বড় হারে বিশ্বকাপ মিসের শঙ্কায় বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হারের পর শনিবার স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৬২ বল থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতেই চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
বিস্তারিত আসছে...