সিএনজি স্ট্যান্ডের ইজারার টাকা উত্তোলনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক বিএনপি নেতাকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উল্লাপাড়া মডেল থানা গেটের সামনে ঘটনাটি ঘটে। 

আহত বিএনপি নেতার নাম আজাদ হোসেন আজাদ। তিনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।

উল্লাপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নিক্সন কুমার আমিন বলেন, “উল্লাপাড়া মোটর মালিক সমিতির অফিসে নিয়মিত আসা-যাওয়া করেন বিএনপি নেতা আজাদ। ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এ বছর সিএনজি স্ট্যান্ডের ইজারা পেয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে তারা ইজারা তুলতে এসে মোটর মালিক সমিতির অফিসের কক্ষ থেকে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলতে বলেন। এ নিয়ে ওই সময় কথা-কাটাকাটি হয়।”

আরো পড়ুন:

চুরির অপবাদে যুবককে গাছে বেঁধে নির্যাতন, শরীরে আগুন

কুয়েটের সাবেক ভিসি-প্রোভিসিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

তিনি আরো বলেন, “আজ শুক্রবার উপজেলা মসজিদে জুমার নামাজ পড়ে বিএনপি নেতা আজাদ থানা গেটের সামনে যান। সেখানে বৃহস্পতিবারের ঘটনার জেরে ইসলামী ছাত্র শিবিরের ৩-৪জন নেতাকর্মী আজাদের ওপর হামলা করে। তারা হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে তাকে আহত করে পালিয়ে যায়। হামলার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিক উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে।”

উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী জহুরুল ইসলাম পিনু বলেন, “পহেলা বৈশাখে জামায়াতের পক্ষ থেকে উল্লাপাড়া সিএনজি স্ট্যান্ড ইজারা নেওয়া হয়েছে। জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা ইজারার টাকা তুলতে গেলে বিএনপি নেতা আজাদের সমর্থকরা বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার সকালে তাদের দুই দফা মারধর করে। এরই জেরে বিএনপি নেতা আজাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।”

উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক বলেন, “মারধরের ঘটনায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। আহত বিএনপি নেতা আজাদকে বগুড়ায় নেওয়া হয়েছে। অভিযুক্তদের পরিচয় জানার ও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর বলেন, “জুমার নামাজ শেষে বিএনপি নেতা তার কয়েকজন লোকের সঙ্গে থানার গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় তার পাশেই দাঁড়িয়ে ছিল ৪-৫ জন ছেলে। তাদের মধ্যে একজন হঠাৎ করে আজাদকে ঘুষি মারে। তিনি যখন থানার ভেতরে দৌঁড় দেন, তখন তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়।” 

তিনি আরো বলেন, “যিনি আঘাত করেছেন আমরা তার পরিচয় জানতে পেরেছি, তার দলীয় কোনো পদ-পদবি আছে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঢাকা/অদিত্য/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর ব এনপ আহত র ন ত কর ম র উল ল প ড় উপজ ল ব এনপ ইসল ম

এছাড়াও পড়ুন:

মাল্টিপ্লেক্সে ১১ থেকে ২৮, সিঙ্গেল স্ক্রিনে তিনগুন বাড়ল জংলির হল

ঈদের তিন সপ্তাহ পরও হলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথম দিকে সিনেপ্লেক্সে কম শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে ‘জংলি’ সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহে আরও বাড়ছে শোর সংখ্যা।

মুক্তির পর থেকে দর্শকপ্রিয় হয়ে ওঠে সিয়াম আহমেদ অভিনীত জংলি। সব শো হাউসফুল যাচ্ছিল। অনেকে টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। দর্শকদের চাহিদা পূরণ করতে দ্বিতীয় সপ্তাহে জংলির শো বাড়িয়ে দ্বিগুণ করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তৃতীয় সপ্তাহে এসে আরও বাড়ল প্রদর্শনীর সংখ্যা। আজ  থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে ২১টি শো চলবে প্রতিদিন। এ ছাড়া যমুনা ব্লকবাস্টারে চার ও লায়ন সিনেমাসে তিনটি করে মাল্টিপ্লেক্সে মোট ২৮টি শো চলবে জংলি সিনেমার। যা শুরু হয়েছিল মাত্র ১১টি শো দিয়ে। 

শুধু মাল্টিপ্লেক্সেই নয়,সিঙ্গেল স্ক্রিনেও বরবাদের পর শুক্রবার থেকে সর্বোচ্চ হলে চলছে জংলি। প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি জানান, ‘মুক্তির শুরুতে জংলি সিঙ্গেল স্ক্রিনে মাত্র তিনটি হলে চলেছে। আজ থেকে দেশের ২১টি সিঙ্গেল স্ক্রিনে একযুগে চলবে জংলি। সিঙ্গেল স্ক্রিনের হিসেবে বরবাদের পরই এখন জংলি সর্বাধিক হলে চলছে।  আমার বিশ্বাস জংলির যে দর্শক চাহিদা দেখছি। তাতে পুরোনো অভিজ্ঞতা থেকে বলছি জংলি সত্যিই লম্বা রেসের ঘোড়া। আমি পরাণ পবেশনার দায়িত্বে ছিলাম। সে ছবির বেলায় এমন দেখেছি। আশা করি জংলিও পরাণের মতই আরেকটি হিট সিনেমা হতে যাচ্ছে।’

এদিকে তৃতীয় সপ্তাহে এসে মাল্টিপ্লেক্সে শাকিব খান অভিনীত বরবাদের শো চলছে  ৩৫টি। আর সিঙ্গেল স্ক্রিন রয়েছে শতাধিক। 

এদিকে জংলি সিনেমার আয়ের হিসাব প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানটি জানাচ্ছে, প্রথম ১৬ দিনে জংলির আয় প্রায় ২ কোটি ৬ লাখ টাকা। দেশে তুমুল চাহিদার মধ্যে ২৫ এপ্রিল থেকে বিদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। জংলি সিনেমায় সিয়াম আহমেদের সঙ্গে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, শিশুশিল্পী নৈঋতা প্রমুখ।

নির্মাতা এম রাহিম বলেন, ‘জংলি এখন প্রতিটি পরিবারের সিনেমা হয়ে উঠেছে। তাদের এই ভালোবাসা কখনো ভোলার নয়। পরিবারের সবাই একসঙ্গে হাসছে, একসঙ্গে কাঁদছে বাংলা সিনেমা দেখে; জংলি দেখে। আমরা নিশ্চিত যে আরও হাজারো-লাখো পরিবারের হাসি-কান্নার কারণ হব।’

সম্পর্কিত নিবন্ধ